জাপান থেকে মোংলা বন্দরে এলো ২২৭টি গাড়ি

জাপান থেকে মোংলা বন্দরে আমদানি হয়েছে নামি-দামি ব্র্যান্ডের ২২৭টি রিকন্ডিশন্ড গাড়ি। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ভাইকিং ড্রাইভ জাহাজে করে এই গাড়ি আমদানি হয়।

গাড়িবাহী জাহাজটির শিপিং এজেন্ট ক্রাউন নেভিগেশন কোম্পানি প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপক আনোয়ার হোসেন জানান, গেলো বছরের ২৪ ডিসেম্বর জাপান থেকে ৬৭৬টি গাড়ি নিয়ে জাহাজটি ছেড়ে এসে ২৯ জানুয়ারি চট্টগ্রাম বন্দরে নোঙর করে। সেখানে ৪৪৯টি গাড়ি খালাসের পর ২২৭টি গাড়ি নিয়ে শনিবার বিকাল ৪টায় ৭ নম্বর মোংলা বন্দরে জেটিতে নোঙর করে। এরপর ধীরে ধীরে গাড়িগুলো খালাস শুরু হয়।

এ পর্যন্ত মোংলা বন্দরে প্রায় দুই লাখ গাড়ি আমদানি হয়েছে। যা মোট আমদানি করা গাড়ির শতকরা ৬০ ভাগ। এ ছাড়া ২০২৩-২৪ অর্থবছরে মোংলা বন্দর দিয়ে ১৫ হাজার ৩৪০টি গাড়ি আমদানি হয়েছে। ২০২২-২০২৩ অর্থবছরে আমদানি হয়েছিল ১৩ হাজার ৫৭১টি।

Comments (0)
Add Comment