জাপানে এক বছর পরেও করোনা পরবর্তী প্রতিক্রিয়ায় ভুগছে ১৪% মানুষ

জাপান সরকারের এক সমীক্ষার ফলাফল বলছে, দেশটিতে করোনাভাইরাসের মাঝারি ধরন বা গুরুতর উপসর্গে ভুক্তভোগী ব্যক্তিদের মধ্যে ১৪ শতাংশ এক বছর কেটে যাওয়ার পরেও করোনা পরবর্তী প্রতিক্রিয়ায় ভুগছেন।

জাপানের কোচি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়োকোইয়ামা আকিহিতো’র নেতৃত্বাধীন একটি দল বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্যানেলের কাছে তাদের ওই সমীক্ষার ফলাফল দাখিল করে।

বিষয়টি নিয়ে এনএইচকে ওয়ার্ল্ড এর এক প্রতিবেদনে বলা হয়েছেঃ সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রায় এক বছরে করোনার মাঝারি বা গুরুতর উপসর্গ নিয়ে যারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তাদের মধ্য থেকে ১ হাজারেরও বেশি ব্যক্তির ওপর ওই সমীক্ষাটি পরিচালনা করা হয়।

ওই ব্যক্তিরা হাসপাতাল ত্যাগ করার পর প্রতি তিন মাস পরপর সমীক্ষা দলটি তাদের কাছে জানতে চেয়েছিল যে, তারা এমন কোনো উপসর্গে ভুগছেন কি না, যা এই ভাইরাসের পরবর্তী প্রতিক্রিয়া হিসেবে গণ্য হতে পারে।

এর ফলাফলে দেখা যায়, এ ধরনের উপসর্গ সম্পর্কে অভিযোগ করছেন এমন লোকের সংখ্যা, সময়ের সাথে সাথে কমেছে। তবে ১৩ দশমিক ৬ শতাংশ উত্তরদাতা জানান, তাদের দেহে করোনা প্রথম সনাক্ত হওয়ার এক বছর পরেও অন্তত এক ধরনের উপসর্গ তাদের থেকেই গিয়েছে।

সমীক্ষার ফলাফলে এটাও জানা যায়, ৯ দশমিক ৩ শতাংশ লোক পেশীর শক্তি কমে যাওয়ার অভিযোগ করেছেন। ৬ শতাংশ লোক নিঃশ্বাস নিতে অসুবিধা হওয়ার কথা জানিয়েছেন এবং ৪ দশমিক ৯ শতাংশ লোক ক্লান্তি এবং অবসাদে ভোগার কথা জানিয়েছেন।

ইয়োকোইয়ামা বলেন, যাদের করোনার কারণে শ্বাস-প্রশ্বাস সংক্রান্ত গুরুতর উপসর্গ দেখা দিয়েছিল, তাদের পরবর্তী প্রতিক্রিয়ায় ভোগার আশংকা বেশি। সেক্ষেত্রে, পরবর্তী প্রতিক্রিয়া অব্যাহত থাকার কারণগুলো সনাক্ত করা গুরুত্বপূর্ণ।

Comments (0)
Add Comment