জাপানি ঋণের জন্য পদত্যাগ করলেন শ্রীলঙ্কার রাষ্ট্রদূত

জাপানে নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত সঞ্জীব গুনাসেকারা পদত্যাগ করেছেন। শ্রীলঙ্কা যখন গুরুতর অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার সামগ্রিক প্রচেষ্টার অংশ হিসেবে জাপানের কাছ থেকে ৩.৫ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ নিশ্চিত করতে ব্যাকুল, ঠিক সেই সময় রাষ্ট্রদূতের এই পদত্যাগের খবর এলো।

সূত্রের বরাতে এ খবর নিশ্চিত করে শ্রীলঙ্কার ইংরেজি দৈনিক দ্য আইল্যান্ড জানাচ্ছেঃ প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসের দীর্ঘদিনের সহযোগী হিসেবে পরিচিত গুনাসেকেরা ২০২১ সালের ৬ জানুয়ারি জাপানে শ্রীলঙ্কার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য সংসদ কর্তৃক অনুমোদন পেয়েছিলেন। কিন্তু, দেড় বছরেরও কম সময়ের মধ্যে তাকে এখন পদত্যাগ করতে হলো।

যুক্তরাষ্ট্রর লস অ্যাঞ্জেলেসে গুনাসেকেরা বেশ কিছু ব্যবসার সাথে জড়িত। তার পদত্যগপত্রটি সেখান থেকেই শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সূত্র জানায়, গুনাসেকেরার পদত্যাগের ঠিক পরপরই শ্রীলঙ্কায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মিজুকোশি হিডেকি দেশটির নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের সাথে দেখা করেছেন। উল্লেখ্য, রাজাপাকসে সরকার ক্ষমতায় ফিরে আসার পরপরই শ্রীলঙ্কায় জাপানের অর্থায়নে একটি ‘লাইট রেল’ প্রকল্প বাতিল করার পর শ্রীলঙ্কা-জাপান সম্পর্কের মারাত্মক অবনতি ঘটে।

Comments (0)
Add Comment