জর্জিয়াকে ৪-০ গোলে হারিয়েছে স্পেন

মিকেল ওয়ারজাবালের জোড়া গোলে জর্জিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। এই জয়ে গ্রুপ ‘ই’ থেকে পাঁচ ম্যাচের সবক’টিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দলটি।

ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন ওয়ারজাবাল। রিয়াল সোসিয়েদাদের ফরোয়ার্ডের গোলের ১১ মিনিট পর ব্যবধান ২-০ করেন জুবিমেন্দি।

ফাবিয়ান রুইজের নিখুঁত পাস থেকে বল জালে জড়ান আর্সেনালের ২৬ বছর বয়সী মিডফিল্ডার। ৩৪ মিনিটে আরেক দফা এগিয়ে যায় স্পেন। এবার জালে বল জড়ান ফেরান তরেস।

দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে শেষ গোলটি করে স্পেন। নিজের জোড়া গোল পূর্ণ করার সঙ্গে দলের বড় জয় নিশ্চিত করেন মিকেল ওয়ারজাবাল।

বিশ্বকাপ বাছাইপর্বে স্পেনের পরের ম্যাচ তুরস্কের বিপক্ষে। আগামী ১৮ নভেম্বর ম্যাচটিতে হারলেও বিশ্বকাপের টিকিট কাটবে তারা।