জয়-পুতুল-রেহানা-টিউলিপের সম্পত্তি দেখভালে প্রশাসক নিয়োগের আদেশ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে টিউলিপ সিদ্দিকের স্থাবর সম্পত্তি দেখাশোনার জন্য প্রশাসক (রিসিভার) নিয়োগের অনুমতি দিয়েছে আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১১ মার্চ) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন।

আবেদনে জয় ও পুতুলের মালিকানাধীন ধানমন্ডির সুধা সদন, টিউলিপের মালিকানাধীন গুলশানের একটি ফ্ল্যাট, রেহানার মালিকানাধীন সেগুনবাগিচার একটি ফ্ল্যাট ও ববির মালিকানাধীন গুলশানের চারটি ফ্ল্যাট দেখাশোনায় প্রশাসক নিয়োগের অনুমতি চাওয়া হয়।

তদন্ত দলের প্রধান দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলাম আদালতে আবেদন জমা দেন।

প্রশাসক নিয়োগের অনুমতি দিলেও, সম্পত্তিগুলো কে দেখাশোনা করবে, তা উল্লেখ করেননি আদালত।

আবেদনে দুদক বলেছে, রেহানাসহ বাকিরা যেকোনো সময় সম্পত্তি স্থানান্তর করে ফেলতে পারেন। সুতরাং, এসব সম্পদ বাজেয়াপ্ত করার পরে রিসিভার নিয়োগের জন্য আদালত আদেশ প্রয়োজন।

এর আগে একই আদালত শেখ হাসিনা, রেহানা ও তাদের পরিবারের পাঁচ সদস্য এবং তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ১২৪টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আদেশ দেন।

Comments (0)
Add Comment