জয়ের সেঞ্চুরিতে রানের পাহাড়ে চড়ছে বাংলাদেশ

সিলেট টেস্টে মাহমুদুল হাসান জয়ের দুর্দান্ত কামব্যাক সেঞ্চুরিতে ৫২ রানের লিড নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের ২৮৬ রানের জবাবে দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৩৩৮ রান।

এর আগে ৮ উইকেটে ২৭০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে সফরকারীরা। দ্বিতীয় দিনে মাত্র ১৪ বলে স্কোরবোর্ডে আর মাত্র ১৬ রান যোগ করে অলআউট হয় আইরিশরা। শেষ দুটি উইকেট তুলে নেন তাইজুল ও হাসান মাহমুদ।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। আর ২টি করে উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও অভিষিক্ত হাসান মুরাদ।

জবাবে দুই ওপেনারের হাত ধরে দারুণ সূচনা আসে বাংলাদেশের। বিনা উইকেটে ১০৯ রান করে লাঞ্চ বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয় সেশনেও দেখা মেলে দুই ওপেনার মাহমুদুল ও সাদমানের সাবলিল ব্যাটিং। শেষ পর্যন্ত ১৬৮ রানের জুটি ভাঙ্গে সাদমান ইসলাম ৮০ রানে আউট হলে। এরপর মুমিনুল হককে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন মাহমুদুল হাসান জয়।

অনবদ্য ব্যাটিং প্রদর্শনীতে সাড়ে তিন বছর পর টেস্ট ক্যারিয়ারে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন জয়। অর্ধশত রান আসে মুমিনুলের ব্যাট থেকে। জয় ১৬৯ রানে এবং মুমিনুল ৮০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৩৩৮। আইরিশদের প্রথম ইনিংসের চেয়ে আপাতত ৫২ রানে এগিয়ে শান্তর দল। তৃতীয় দিন অবাক করা কিছু না ঘটলে রানের পাহাড় গড়তে চলেছে টাইগাররা।