জন্মদিনে পাঠক, শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত মাল্টিনিউজটোয়েন্টিফোর

বিশেষ প্রতিনিধি

গত ২৭ ডিসেম্বর ছিল অগণিত পাঠকের ভালোবাসায় সিক্ত ‘মাল্টিনিউজটোয়েন্টিফোর’ এর জন্মদিন। চতুর্থ বছরে পদার্পণ করেছে দেশের অন্যতম শীর্ষ এই অনলাইন নিউজ পোর্টাল। ‘আমরা ইতিবাচক’ অঙ্গীকার নিয়ে ২০১৯ সালের ২৭ ডিসেম্বর যে পথচলা শুরু হয়েছিল, পাঠকের আস্থা ও ভালোবাসায় তা অব্যাহত রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যায়ের (তৎকালীন শিক্ষক সমিতির সভাপতি) প্রো-ভিসি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) এর সাবেক ভারপ্রাপ্ত মহাপরিচালক এম এ মতিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক এবং মাল্টিনিউজটোয়েন্টিফোর এর প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা সম্পাদক মোহাম্মদ মজিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক মাসউদ করিম চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট তারিক চয়ন, দৈনিক আমাদের সময় পত্রিকার সাংবাদিক আফছার আহমদ, টোকিও বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. নাসির উদ্দিন সহ মাল্টিব্র‍্যান্ড গ্রুপের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ।

ওইদিন, ‘অগণিত পত্রপত্রিকার ভীড়ে মাল্টিনিউজটোয়েন্টিফোর তার শ্লোগান- আমরা ইতিবাচক কে ধারণ করে নিজের সুসংহত অবস্থান গড়ে নিতে সক্ষম হবে বলে’, অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল যে প্রত্যাশা ব্যক্ত করেছিলেন; তিন বছর শেষে মাল্টিনিউজটোয়েন্টিফোর সে প্রত্যাশা পূরণ করতে পেরেছে বলেই মূল্যায়ন করেছেন সচেতন মহল।

এদিকে, মাল্টিনিউজটোয়েন্টিফোর এর জন্মদিন উপলক্ষে ২৭ ডিসেম্বর সকাল থেকেই কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানাতে পত্রিকাটির কার্যালয়ে যান নানা শ্রেণি পেশার মানুষ। পাঠক, শুভানুধ্যায়ী ও বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। তাছাড়া, টেলিফোনে, ফেসবুক পেজে জন্মদিনের প্রথম প্রহর থেকেই অগণিত পাঠক হৃদয় নিঙরানো শুভেচ্ছা জানিয়েছেন প্রিয় পত্রিকাকে।

পাঠক, ভক্ত, বিজ্ঞাপনদাতা থেকে শুরু করে পত্রিকাটির সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত সংশ্লিষ্ট সকলকে মাল্টিনিউজটোয়েন্টিফোর পরিবার জানায় আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।

অনলাইনে মাল্টিনিউজটোয়েন্টিফোর পড়তে ভিজিট করুন- www.multinews24.com

Comments (0)
Add Comment