হামলাকারী রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের রাজপথে নেমে বিক্ষোভকারী হাজারো মানুষের ছবি পোস্ট করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা। ইউক্রেনের জন্য যুদ্ধটি এখন কার্যত জনযুদ্ধে রূপ নিয়েছে এবং ওই যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জয়ের কোনো সম্ভাবনা নেই বলেও দাবি করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজের অফিসিয়াল একাউন্টে দিমিত্রি কুলেবা এমন দাবি করেছেন।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার দুপুরে এক টুইট বার্তায় তিনি লিখেছেনঃ
“এটি ইউক্রেনের জন্য সত্যিকার অর্থেই একটা জনযুদ্ধ। পুতিনের এ যুদ্ধে জয়ের কোনো সম্ভাবনা নেই। এই ছবিতে দেখা যাচ্ছে, বেসামরিক নাগরিকরা গতকাল (বুধবার) এনারগোদারে রাশিয়ান আক্রমণকারীদের অবরুদ্ধ করেছে। এ ধরনের শত শত ছবি ও ভিডিওর মধ্যে এটি একটি। ইউক্রেনের আত্মরক্ষার জন্য আমাদের অংশীদারদের সহায়তা প্রয়োজন। বিশেষ করে আকাশপথে। আকাশপথ বন্ধ করে দিন!”