পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘জনগণই হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি। বাংলাদেশ শান্তিপূর্ণ রাষ্ট্র। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। সীমান্তে শান্তি চাই, এমনকি দেশের ভিতরেও শান্তি চাই।’
বুধবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘মিয়ানমার যদি আমাদের প্রতিনিয়ত অশান্তির চেষ্টা করে তবে বাধ্য হয়ে আমাদের ব্যবস্থা নিতে হবে। আমাদের সীমান্ত রক্ষীবাহিনী সার্বক্ষণিক কড়া পাহারা দিচ্ছে। শুধু তা-ই নয়, সবচেয়ে বড় শক্তি আমাদের দেশের জনগণ। মিয়ানমারের সাহস নেই আমাদের সরাসরি কিছু করার।’
নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে নির্বাচন কমিশন। নির্বাচনের সময় দেশের পুলিশ, ডিসি সবাই নির্বাচন কমিশনের কথা শোনে। আমরা সেই সময় নির্বাচনের প্রার্থী থাকি। আমরাও চাই শান্তিপূর্ণ নির্বাচন হোক। আর সেটা একমাত্র করতে পারবে নির্বাচন কমিশন।’
সূত্র : বাসস