চেলসির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি আর্সেনালের

ইপিএলের হাইভোল্টেজ ম্যাচে চেলসির মাঠে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছে আর্সেনাল। দশজনের দল নিয়ে প্রতিপক্ষের মাঠে শেষরক্ষা হয়েছে গানারদের।

ম্যাচের ৩৮ মিনিটে মিকেল মেরিনোকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখেন মিডফিল্ডার ময়েসেস কাইসেদো। তাতে দশজনের দলে পরিণত হয় আর্সেনাল।

 

 

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে কর্ণার থেকে ট্রেভো শ্যালাবার হেডে লিড নেয় চেলসি। এরপর ৫৯ মিনিটে বুকায়ো সাকার ক্রসে হেডে আর্সেনালকে সমতায় ফেরান মিকেল মেরিনো।

সবশেষ তিন ম্যাচে দুই ড্রয়ের পরেও লিগে শীর্ষস্থান ধরে রেখেছে গানাররা।