চীনের ওপর শুল্ক ১৪৫% করল যুক্তরাষ্ট্র

চীনের ওপর শুল্ক ১৪৫% করল যুক্তরাষ্ট্র

১২৫ শতাংশ নয়, চীনের পণ্যের উপর ১৪৫ শতাংশ শুল্ক বসানো হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। অন্য সব দেশের উপর বর্ধিত শুল্ক স্থগিত রাখলেও চীনের উপর তা বহাল রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও মার্কিন পণ্যের উপর বাড়তি শুল্ক বসিয়েছে। তার পরেই হোয়াইট হাউস জানায় চীনের উপর শুল্কের হার বাড়িয়ে ১২৫ শতাংশ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউস ব্যাখ্যা দিয়ে জানিয়েছে, আগে চীনের অধিকাংশ পণ্যের উপর ২০ শতাংশ হারে শুল্ক চালু করা হয়েছিল। তার উপর ১২৫ শতাংশ শুল্ক বসানো হয়েছে। অর্থাৎ, এখন চীনা পণ্যের উপর মোট শুল্কের পরিমাণ ১৪৫ শতাংশ।

অন্যদিকে বৃহস্পতিবার ইইউ জানিয়েছে, মার্কিন শুল্কের পাল্টা হিসাবে তারা যে শুল্ক চালুর সিদ্ধান্ত নিয়েছিল, তা স্থগিত থাকছে। ট্রাম্পের শুল্ক স্থগিত রাখার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। তারাও আলোচনা করে সমস্যা সমাধানের পথ খোলা রাখছে।

ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেছেন, ‘আমরা আলোচনার সুযোগ দিতে চাই। যদি আলোচনায় ফল না হয়, তা হলে আমাদের পাল্টা ব্যবস্থার সিদ্ধান্তও নেওয়া আছে।’

এরপর ট্রাম্প বলেছেন, ‘ইইউ খুব স্মার্ট। ওরা প্রত্যাঘাত করতে তৈরি ছিল। কিন্তু আমরা চীনের প্রতি কী ব্যবস্থা নিয়েছি তা শোনার পর ওরা বলছে, ওরা একটু পিছিয়ে যাচ্ছে।’

চীন ছাড়া বাকি দেশগুলির উপরে বাড়তি শুল্ক চালুর সিদ্ধান্ত ৯০ দিন স্থগিত রাখার পর শেয়ার বাজার চাঙ্গা হয়েছিল। তবে দিনশেষে মার্কিন শেয়ার বাজারে এর প্রভাব পড়েছে। বিশ্বজুড়ে মন্দা ও বাণিজ্য যুদ্ধের সম্ভাবনায় এটা হয়েছে বলে মনে করা হচ্ছে।

Comments (0)
Add Comment