যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হওয়ার পথে রয়েছে টিকটক। এরইমধ্যে নিষেধাজ্ঞার হুমকির পরও রেডনোট নামের আরেক চীনা অ্যাপের দিকে ঝুঁকছেন যুক্তরাষ্ট্রের টিকটক ব্যবহারকারীরা।
নিজেদের ‘টিকটক শরণার্থী’ বলে দাবি করা ব্যবহারকারীদের এ পদক্ষেপের ফলে সোমবার অ্যাপলের মার্কিন অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ হয়ে উঠেছে রেডনোট। এতে নিজেদের নতুন ব্যবহারকারীদের স্বাগত জানিয়েছে রেডনোট।
বুধবার (১৫ জানুয়ারি) এক প্রতিক্রিয়ায় বেইজিং বলেছে, এটি অন্য দেশের সঙ্গে শক্তিশালী সাংস্কৃতিক সম্পর্ককে উত্সাহিত করেছে। অ্যাপটিতে ‘টিকটক শরণার্থী’ বলে দাবি করা ব্যবহারকারীদের এরইমধ্যে ৬৩ হাজার পোস্ট রয়েছে।
চীন, তাইওয়ান ও অন্যান্য ম্যান্ডারিনভাষী কমিউনিটির তরুণদের কাছে জনপ্রিয় টিকটক প্রতিযোগী এই সামাজিক যোগাযোগ মাধ্যম রেডনোট।
প্রায় ৩০ কোটি মাসিক ব্যবহারকারী রয়েছে অ্যাপটির এবং এটি দেখতে টিকটক ও ইনস্টাগ্রামের মিশেল বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
অ্যাপটির বেশিরভাগ ব্যবহারকারী শহুরে তরুণী। এর মাধ্যমে ডেটিং থেকে শুরু করে ফ্যাশন ও লাইফস্টাইলের টিপস পর্যন্ত বিনিময় করতে পারেন তারা।
গত এপ্রিলে যুক্তরাষ্ট্রে পাশ হওয়া নতুন আইন অনুসারে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের শেষ দিনটিতে বিভিন্ন অ্যাপ স্টোরে টিকটক নিষিদ্ধ হয়ে যাবে, যদি না এর মালিক কোম্পানি চীনা মালিকানাধীন বাইটড্যান্স অ্যাপটির যুক্তরাষ্ট্র অংশের ব্যবসা অন্য কোথাও বিক্রি করে।
এ অভিযোগ অস্বীকার করে টিকটক বলেছে, এ আইনটি অসাংবিধানিক। একইসঙ্গে ১৭ কোটি মার্কিন নাগরিকের ‘বাকস্বাধীনতার অধিকারের ওপর বড় আঘাত’ এটি।
এদিকে, নিজেদের নতুন ব্যবহারকারীদের স্বাগত জানিয়েছে রেডনোট। অ্যাপটিতে ‘টিকটক শরণার্থী’ বলে দাবি করা ব্যবহারকারীদের এরইমধ্যে ৬৩ হাজার পোস্ট রয়েছে।
তবে টিকটকের মতো চীন সরকারের সমালোচনার ক্ষেত্রে রেডনোটেও সেন্সরশিপের খবর মিলেছে। তাইওয়ানে চীনা সফটওয়্যারের কথিত নিরাপত্তা ঝুঁকির কারণে সরকারি কর্মকর্তাদের রেডনোট ব্যবহার নিষিদ্ধ।
আরও বেশি সংখ্যক মার্কিন ব্যবহারকারী রেডনোট ব্যবহার শুরুর সঙ্গে সঙ্গে কিছু চীনা ব্যবহারকারী মজা করে নিজেদেরকে ‘চীনা গুপ্তচর’ হিসাবেও উল্লেখ করেছেন অ্যাপটিতে।
এর আগে ‘গুপ্তচরবৃত্তি ও রাজনৈতিক হাতিয়ার হিসাবে টিকটক ব্যবহার করতে পারে চীন’ এমন উদ্বেগের কারণে দেশটিতে টিকটক নিষিদ্ধ করছে মার্কিন কর্মকর্তারা।
রেডনোটের চীনা নাম ‘জিয়াওহংশু’। এর অনুবাদ হচ্ছে, ‘লিটল রেড বুক’। তবে চীনা কমিউনিস্ট নেতা মাও সে তুংয়ের বচনসমৃদ্ধ ‘দ্য রেড বুকের’ সঙ্গে এর কোনো মিল নেই বলে জানিয়েছে কোম্পানিটি।