বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়ানোর আগেই চীন করোনা ভাইরাস থামিয়ে দিতে পারতো বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এ জন্য চীনের বিরুদ্ধে গুরুতর তদন্ত করা হচ্ছে বলেও জানান ট্রাম্প। সোমবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটি জানান।
সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমরা খুব গুরুতর তদন্ত করছি। চীনের সঙ্গে আমরা খুশি না। তাদেরকে কৈফিয়ত দিতে বাধ্য করার অনেক পথ আছে। এটা শুরু হওয়ার পরই থামিয়ে দেয়া যেতো।