ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের স্বাস্থ্যের অবনতি হয়েছে। তার ব্রেইন কাজ করছে না। তিনি আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় রয়েছেন।
রবিবার (৯ মার্চ) দুপুরে আরেফিন সিদ্দিকের পারিবারিক সূত্রে এই তথ্য জানা গেছে।
সকালে তাকে দেখতে বিদেশ থেকে ছুটে আসেন আরেফিন সিদ্দিকের মেয়ে প্রোপা সিদ্দিক। সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, প্রোপা সিদ্দিক শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কথা বলছেন এবং বাবার কথা বলতে গিয়ে ক্ষণে ক্ষণে কাঁদছেন।
জানা গেছে, বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা সোয়া দুইটার দিকে ব্যাংকের বুথে গিয়ে টাকাও তুলেছেন আরেফিন সিদ্দিক। এরপর তিনি ঢাকা ক্লাবে (রমনায়) যান এবং সেখানে দাঁড়িয়ে কথা বলার মধ্যেই পড়ে যান। এরপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর পর তাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয় এবং লাইফ সাপোর্টে নেওয়া হয়। বর্তমানে আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় রয়েছেন তিনি।
জানতে চাইলে চিকিৎসকদের বরাত দিয়ে আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক তুহিন বলেন, মাথায় রক্তক্ষরণ হয়েছে। ব্রেইনে কাজ করছে না। তাঁর শারীরিক অবস্থা ভালো না। তবে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। চিকিৎসকরাও চেষ্টা করছেন। আমরা তার শারীরিক সুস্থতা কামনা করছি।
এদিকে অধ্যাপক আরেফিনকে দেখতে হাসপাতালে ছুটে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক শেখ আব্দুস সালাম। তিনি জানান, আরেফিন সিদ্দিক তার দীর্ঘদিনের সহকর্মী ছিলেন। আরেফিন সিদ্দিকের শারীরিক সুস্থতা কামনা করেন তিনি।
সংস্কৃতি কর্মী শংকর শওজানও তাকে দেখতে এসেছেন। তিনি জানান, আরেফিন সিদ্দিক তার একজন ভালো শুভাকাঙ্ক্ষী। তার সঙ্গে পরিচয় ১৯৮০ সাল থেকে। আরেফিন সিদ্দিকের সঙ্গে তার নানা স্মৃতি রয়েছে।
এছাড়া আরেফিন সিদ্দিককে দেখতে আসছেন তার বন্ধু, শুভাকাঙ্ক্ষী, সাবেক সহকর্মী ও শিক্ষার্থীরা। সবাই তার সুস্থতা কামনা করছেন।