চার বছর পর দেখা হবে: ট্রাম্প

আইরিশ পোস্টের প্রতিবেদন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী ডনাল্ড ট্রাম্প ২০২৪ সালে আবারও প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা প্রকাশ করেছেন। ট্রাম্প হোয়াইট হাউসে এক ক্রিসমাস পার্টিতে একথা জানান।

রিপাবলিকান কমিটির সদস্য পাম পোলার্ড ফেসবুকে সরাসরি প্রচারিত ভিডিওটি চিত্রায়িত করেন। ভিডিওতে হোয়াইট হাউসের স্টেট ফ্লোরের ক্রস হলে কয়েক ডজন লোককে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ট্রাম্প সমবেত লোকদের বলছিলেন, “খুব সুন্দরভাবে চারটি বছর কেটে গেছে৷ আমরা আরও চার বছরের জন্য চেষ্টা করছি। অন্যথায় আপনাদের সাথে চার বছরের মধ্যে দেখা হবে। এটা অবশ্যই একটা অস্বাভাবিক বছর। আমরা নির্বাচনে জিতেছি। কিন্তু তারা তা পছন্দ করে না। আমি এটিকে একটি কারচুপির নির্বাচন বলেছি, এবং সবসময় তাই বলবো।”

রিপাবলিকান জাতীয় কমিটির বেশ কয়েকজন সদস্য উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ছিল করোনাকালে যুক্তরাষ্ট্র সরকারের নিজস্ব স্বাস্থ্য নির্দেশনার লঙ্ঘন যেখানে বেশিরভাগের মুখেই মাস্ক ছিল না।

Comments (0)
Add Comment