আফ্রিকা মহাদেশের অনেক দেশ দখল করে সম্পদ লুটে নেয় ফ্রান্স। সাবেক উপনিবেশগুলো স্বাধীন হলেও সৈন্য উপস্থিতিসহ নানাভাবে প্রভাব বজায় রাখে ইউরোপের এক সময়ের অন্যতম সাম্রাজ্যবাদী দেশ ফ্রান্স। তবে সাম্প্রতিককালে ফ্রান্সের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে বহু দেশ। সর্বশেষ ফ্রান্সের সেনা উপস্থিতির বিরুদ্ধে সোচ্চার চাদ সরকার। তাই এখন বাধ্য হয়ে চাদ থেকে সেনা প্রত্যাহার করছে ফ্রান্স।
একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ট্যাংক এবং অন্যান্য সামরিক সরঞ্জাম এনজামেনার বিমানঘাঁটি ১৭২ ফোর্ট-ল্যামি থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। চাদ থেকে ফরাসি বাহিনী প্রত্যাহারের অংশ হিসেবে দেশ ছাড়ছে তারা। এর আগে চাদের সরকার জানায়, এ মাসের মধ্যে ফরাসি বাহিনীকে এই দেশ ছাড়তে হবে।
কিছু দিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছিলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্যারিসের সমর্থনের জন্য আফ্রিকার দেশগুলোর আরও বেশি কৃতজ্ঞতা দেখানো উচিত। এর জবাবে চাদের প্রেসিডেন্ট মাহামাত ইদ্রিস দেবি বলেন, ভুল জামানায় রয়েছেন মাখোঁ।
দীর্ঘ সময় পশ্চিম আফ্রিকার চাদ, আইভরি কোস্ট, সেনেগাল, মালি, বুরকিনা ফাসো ও নাইজারের মতো দেশে উপনিবেশ ছিল ফ্রান্সের। তবে সম্প্রতি এসব দেশ ফ্রান্সের সঙ্গে তাদের সহযোগিতার সম্পর্ক ছিন্ন করছে। আর তাই নাইজারের পর এবার চাদ ছাড়তে হচ্ছে ফ্রান্সের সেনাবাহিনীকে।