চলে গেলেন কিরমানিও! কেউ আর নেই।

চলে গেলেন কিরমানিও! কেউ আর নেই।

চলে গেলেন শহিদুল কিরমানিও! রাজধানী ঢাকার নিউ ইস্কাটনের দিলু রোডে পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডে নিজ সন্তান এবং স্ত্রীর পর এবার মারা গেলেন অগ্নিদগ্ধ শহিদুল কিরমানিও (ইন্না…রাজিউন)।

সোমবার ভোরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কিরমানি। এর মধ্য দিয়ে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়ালো।

এর আগে গতকাল একই ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শহিদুল কিরমানির স্ত্রী জান্নাতের মৃত্যু হয়।

আর তারও আগে গত বৃহস্পতিবার ভোরে দিলু রোডের একটি বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এই দম্পতির চার বছরের শিশু একেএম রুশদি, এইচএসসি পরীক্ষার্থী আফরিন জাহান যূথী এবং বায়িং হাউসের অফিস সহকারী আব্দুল কাদের লিটন ঘটনাস্থলেই পুড়ে মারা যান।

শহিদুল কিরমানি দম্পতি তাদের একমাত্র সন্তান রুশদিকে নিয়ে ভবনটির তৃতীয় তলায় ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি নরসিংদী শিবপুর উপজেলার ইটনা গ্রামে।