চলতি মাসেই আসছে নতুন দল, হবে জনমত জরিপ

চলতি মাসের মধ্যেই ছাত্রদের নতুন দল আসছে, তবে তার আগে জনমত জরিপ করা হবে। রাজনৈতিকদলগুলো তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হওয়ায় এই দলটি আসছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের সঙ্গে পতনও হয় দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিজমের সংস্কৃতি। ছাত্র-জনতার হাত ধরে যে বিজয়ের বীজ বপন হয়েছে লাল-সূর্যের বাংলাদেশে, তাতে প্রত্যাশা ছিল রাজনৈতিক দলগুলোর হাত ধরেই আসবে নতুন ভোর।

ফ্যাসিস্ট সরকারের পতনের ৬ মাস পর বিদ্যমান রাজনৈতিক দলগুলো ছাত্র-জনতার আকাঙ্ক্ষা কতটা পূরণ করতে পারছে এমন প্রশ্নের বাস্তবতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সংবাদ সম্মেলন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, দলগুলো তাদের রাজনৈতিক কাঠামোতে মানুষের আশা আকাঙ্ক্ষা ধারণ করতে ব্যর্থ হয়েছে। ২৪ পরবর্তী স্পিরিট ধারণ করে আমরা মানুষের আশা আকাঙ্ক্ষার কথা মাথায় রেখেই ফেব্রুয়ারিতেই নতুন দল গঠনের সিদ্ধান্ত নিয়েছি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘মানুষের যে মতাদর্শ যে আকাঙ্ক্ষা মোটা দাগে আমরা একটা সার্ভিস ওরিয়েন্টেড স্টেট তৈরি করতে চাই। একটা প্রবলেম সলভিং স্টেট করতে চাই। আমাদের যে ভাবাদর্শিক সংঘর্ষ হয়েছে সেগুলোর ঊর্ধ্বে যেতে চাই। আমাদের প্রচলিত রাজনৈতিক ধারার ঊর্ধ্বে যেতে চাই।’

কিন্তু বৈষম্যবিরোধী ও নাগরিক কমিটির হাত ধরে যে দলটি আসছে জনসাধারণের মাঝে তা কতটা প্রভাব ফেলবে। এমন প্রশ্নের প্রেক্ষিতে দল গঠনের আগে ফেব্রুয়ারি মাসে জুড়ে সারাদেশে প্রায় ১ লাখ মানুষের প্রত্যাশার কথা জানবেন তারা। জনমত জরিপ অনলাইন ও অফলাইনে সংগ্রহ করা হবে বলে জানান নেতারা।

এ সময় পদত্যাগ না করে কোনো উপদেষ্টার নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার সুযোগ নেই বলে মনে করেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, ‘সবার অংশগ্রহণে নেতৃত্ব পাব। আমরা আগেও বলেছি এটি একটি বিগটেন পার্টি বা আমব্রেলা পার্টি হবে তো ওই জায়গা থেকে আমরা সবাইকে একুমুলেট করা চেষ্টা করব। সকল ধরনের, সকল বয়সের এবং সকল ধর্ম ও বর্ণ গোষ্ঠি সবাইকে আমাদের নেতৃত্বে একুমুলেট করার চেষ্টা করা হবে।’

গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ধরে নেওয়া হবে তারা ফ্যাসিস্টদের দোসর বলে হুঁশিয়ারি দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা।

Comments (0)
Add Comment