গ্যালারি হামিদুজ্জামান-এ চলছে সিগনেচার স্ট্রোক-টু শীর্ষক চিত্র প্রদর্শনী

সৈয়দ সালেহীন

ধানমণ্ডি রোড নং ২–এ অবস্থিত গ্যালারি হামিদুজ্জামান-এ  ২৮ নভেম্বর থেকে শুর হয়েছে, Signature Stroke–2 শীর্ষক আট দিনব্যাপী গ্রুপ আর্ট এক্সিবিশন।

২৮ নভেম্বর গ্রুপ আর্ট এক্সিবিশনের বর্ণিল উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীরেন সোম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভাস্কর আইভি জামান।

 

প্রদর্শনীতে বাংলাদেশের বিভিন্ন প্রজন্মের মোট ৬৫ জন প্রবীণ, নবীন ও উদীয়মান শিল্পীর জলরং, অ্যাক্রিলিক, তেলচিত্র, ডিজিটাল আর্ট, ছাপচিত্র ও স্থাপত্যসহ নানাবিধ মাধ্যমে সৃষ্ট ব্যতিক্রমী শিল্পকর্ম স্থান পেয়েছে।

খ্যাতিমান শিল্পী ও ভাস্কর প্রয়াত অধ্যাপক হামিদুজ্জামান খানের প্রতি শ্রদ্ধা ও স্মরণে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন তাঁর সহধর্মিণী ও শিল্পী আইভি জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পপ্রেমী, গবেষক ও সংস্কৃতিমনা দর্শনার্থীদের অংশগ্রহণে গ্যালারিতে এক মনোরম ও শিল্পসমৃদ্ধ পরিবেশ সৃষ্টি হয়।

এই বিষয়ে আইভি জামান বলেন, এটা আমার কাছে একটি  অবিস্মরণীয় মুহূর্ত। হামিদুজ্জামান খানের চোখে ছিল ভবিষ্যতের স্বপ্ন, হাতে ছিল শূন্য থেকে গড়ে তোলার শিল্পমন্ত্র। হামিদুজ্জামানের শিল্প ছিল শ্রমের আরাধনা। দেশের একজন প্রধান ভাস্কর হিসেবে উঠে আসতে তাঁকে যে সাধনা করতে হয়েছে, তার প্রতিটি পদক্ষেপ আমি কাছ থেকে দেখেছি। সে এই দেশের সম্পদ। আপনাদের সম্পদ। তাঁর অুনপ্রেরণা ছিল আপনারা।

উল্লেখ্য, অধ্যাপক হামিদুজ্জামান খান তাঁর অনন্য ফর্ম, বিষয়ভিত্তিক দৃষ্টিভঙ্গি ও নিরীক্ষাধর্মী ভাস্কর্যের মাধ্যমে দেশের শিল্পাঙ্গনে বিশেষ অবদান রেখে গেছেন। ১৯৭৬ সালে ‘একাত্তর স্মরণে’ শীর্ষক কাজের মাধ্যমে তিনি জাতীয় পর্যায়ে পরিচিতি লাভ করেন এবং ১৯৮৮ সালে সিউলের অলিম্পিক স্কাল্পচার পার্কে ভাস্কর্য স্থাপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও স্বীকৃতি অর্জন করেন।

 

Signature Stroke–2–এর প্রদর্শনী  ৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৮টা ৩০ মিনিট পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।