গোল্ডেন মনিরের বিরুদ্ধে তিন মামলা দায়ের

ব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে তিনটি মামলা দায়ের করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার সকালে রাজধানীর বাড্ডা থানায় এ মামলা দায়ের করা হয়।

র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বিনা রাণী দাশ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধ অস্ত্র ও মাদক রাখায় রাজধানীর মেরুল বাড্ডায় গাড়ি ও স্বর্ণ ব্যবসায়ী গ্রেপ্তার মনিরুল ইসলাম ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে দুটি পৃথক মামলা হয়েছে। এছাড়া বিদেশী বিভিন্ন দেশের মুদ্রা রাখায় বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত গোল্ডেন মনিরকে বাড্ডা থানায় সোপর্দ করা হয়েছে।

এর আগে, শুক্রবার মধ্যরাতে অভিযান চালিয়ে প্রায় দেড় হাজার কোটি টাকার সম্পদের খোঁজ পায় র‌্যাব। তার বাসা থেকে ৮ কেজি স্বর্ণ, লাইসেন্সবিহীন ৫টি বিলাসবহুল গাড়ি, নগদ ১ কোটি ৯ লাখ টাকা, বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে।

Comments (0)
Add Comment