গত মে মাসে ২৪০ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ১০৪ জন কন্যাশিশু ও ১৩৬ জন নারী রয়েছে। (২ জুন) বাংলাদেশ মহিলা পরিষদের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, প্রকাশিত সংবাদ অনুসারে মে মাসে ধর্ষণের শিকার হয়েছে ৯৫। এর মধ্যে ৪৫ জন কন্যাশিশু। পাঁচজন কন্যাশিশু দলবদ্ধভাবে ধর্ষণের শিকার হয়েছে। তিনজন কন্যাশিশু ধর্ষণের পর হত্যার শিকার হয়।
ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে দুইজন কন্যাশিশু। সাতজন কন্যাশিশুসহ ১২ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। দুই কন্যাশিশুসহ সাতজন যৌননিপীড়নের শিকার হয়েছে। সাতজন কন্যাশিশু অপহরণের শিকার। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ৯ জন। এর মধ্যে তিনজনকে হত্যা করা হয়েছে। ৯ জন কন্যাশিশুসহ ৩৬ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে।