গাড়ির পার্টস কেনার সময় অনেকে চিন্তায় পড়ে যান। শখের গাড়ির পার্টস কোথা থেকে কিনলে ভালো হয়-তা নিয়ে দ্বিধা-দ্বন্দেও ভোগেন অনেকে। অনেকে না জেনে দোকানে যান, অনেকে বন্ধুদের পরামর্শ নেন। আবার অনেকে মনে করেন,‘ধুর একটা হলেই হলো।’ কিন্তু না, কখনও এমন চিন্তা করতে নেই।
কারণ, গাড়ির পার্টস হচ্ছে এমন জিনিস যা ঠিকভাবে নির্ধারণ না করতে পারলে পরে পস্তাতে হয়। তাছাড়া গাড়ির গাড়ির কোনো একটা পার্টস নষ্ট বা জরাজীর্ণ মানে জীবন ঝুঁকির মুখে। তাই গাড়ির পার্টস কেনার আগে জেনে নিন কিছু টিপস, উপযুক্ত পার্টস বাছাই করুন নিজেই।
গাড়ির পার্টস কেনার সময় দেখে শুনে কিনবেন: প্রথমে ঠিক করে নিন আপনি নতুন নাকি পুরনো পার্টস কিনতে চান। যদি পুরনো গাড়ির পার্টস কিনতে চান তাহলে অবশ্যই জেনে নিন আগে যিনি ব্যবহার করতেন তিনি কেমনভাবে তা ব্যবহার করেছেন। নষ্ট বা মেরামত করা থাকলে সেই পার্টস ব্যবহারের সময় সাবধানে ব্যবহার করবেন। আর যদি একবারে ব্র্যান্ড নিউ পার্টস কেনেন তাহলে এসব ভাবার প্রয়োজন নেই। অনেক সময় নতুন মনে করে পুরানো পার্টস কিনে ঠকে যাওয়ার ঘটনা অহরহ ঘটে। কাজেই সাবধানে, দেখে, বুঝে পার্টস কিনবেন।
সঠিক পার্টস যাচাই করবেন: আপনি যখন স্থানীয় দোকান থেকে পার্টস কিনতে যাবেন তখন ঠিকমত দেখে নেবেন আপনার গাড়ির জন্য কোন পার্টস দরকার। যদি গাড়ি সঙ্গে নিয়ে যাওয়া সম্ভব না হয়, তাহলে গাড়ির মডেল আর সিরিজ নম্বর লিখে নেবেন। যে পার্টস সহজে বয়ে নেওয়া যায় সেগুলো সঙ্গে নেবেন যাতে দোকানে গিয়ে মিলিয়ে নিতে পারেন। অথবা দোকানদারকে দেখাতে পারেন।
জনপ্রিয় ও বিশ্বস্ত দোকান থেকে পার্টস নিন: আপনি যদি পুরনো পার্টস কম দামে কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই দোকান যেন জনপ্রিয় এবং বিশ্বস্ত হয়। বাজারে এমন অনেক পার্টসের দোকান পাবেন যেগুলো অনেক বিশ্বস্ত হয়। রাজধানীর বাংলামোটরে অনেক গাড়ির পার্টসের দোকান রয়েছে, যেগুলোর ওপর বিশ্বাস করা যায়। আর তেজগাঁওয়ে আছে মাল্টিব্যান্ড ওয়ার্কসপ, সেখান থেকেও নিতে পারেন ধারণা। তাছাড়া অনেক অনলাইন কার পার্টস সপও আছে, সেসব সপে কথা বলে বা ছবি দেখে দাম জিজ্ঞেস করতে নিতে পারেন।
অটো পার্টসের দোকান: গাড়ির পার্টস কিনতে যাওয়ার আগে একটা ছোটখাটো নোট করে নিন। কি কি প্রশ্ন করবেন সেগুলো একটা জায়গায় লিখে নিন। আগেও উল্লেখ করা হয়েছে ভুল পার্টস নির্ধারণ আপনার এবং আপনার যাত্রীদের জীবনের ঝুঁকি বহন করে। নিরাপত্তাজনিত সব ধরনের প্রশ্ন লিখে ফেলুন একটা নোটে। অনেকে আছেন প্রশ্ন করার সময় থতমত খেয়ে যান। এরকম না করে অনেক ধরনের প্রশ্ন করে আপনার সব দ্বিধা বা সন্দেহ শেষ করে নিন। কারণ আপনি একটা পার্টস তো রোজ রোজ কিনবেন না। ভালোভাবে পার্টস সম্পর্কে বুঝে নেবেন , আগে থেকে প্রচুর খোঁজ খবর নিয়ে নেবেন। কখনো যদি কোনো কিছু সম্পর্কে খটকা লাগে তাহলে সেটা কেনা থেকে বিরত থাকুন।
অনলাইনে গাড়ির পার্টস সম্পর্কে ধারণা নিন: যখন আপনি কোনো গাড়ির পার্টস কিনতে যাবেন তখন অবশ্যই দামাদামি করে নেবেন। এতে অনেকের অস্বস্তি বোধ হতে পারে, কিন্তু খারাপ পার্টস কিনে দুর্ঘটনা ঘটানোর চেয়ে দামাদামি করে কেনাই ভাল। আপনি যদি আগে কোনো পার্টস কম দামে কিনে থাকেন তাহলে দোকানিকে বলতে দ্বিধা করবেন না। পার্টস কেনার সময় কখনোই গুনগত মান নিয়ে আপোষ করবেন না।
অনেক সময় সস্তা পার্টস ক্ষতিকর হতে পারে। কাজেই সস্তা পার্টস না কিনে মান সম্পন্ন পার্টস কেনার চেষ্টা করুন।
প্রযুক্তির স্বর্ণযুগে কখনও কোনো কিছু খুঁজে না পেলে অথবা না বুঝলে গুগোল তো আছেই। পার্টস কিনতে যাওয়ার আগে ঘরে বসেই গুগোলে সার্চ দিয়ে গাড়ির পার্টস সম্পর্কে ধারণা নিয়ে নিন। প্রযুক্তির আরেক আবিষ্কার আমাদের ‘প্রহরী’। বাংলাদেশে প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রহরী আপনাকে দেবে ২০টির বেশী ফিচার।
প্রহরীর মাধ্যমে আপনার গাড়ি পাবে সর্বোচ্চ নিরাপত্তা। গাড়ি সম্পর্কে চমকপ্রদ সব তথ্য আর টিপস পেতে পড়ুন প্রহরীর ব্লগ সেকশন আর শেয়ার করুন বন্ধুদের সঙ্গে।