গাজীপুরে আগুনে পুড়ল ঝুটের ৩ গুদাম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় আগুন লেগে তিনটি ঝুট গুদাম পুড়ে গেছে।

মঙ্গলবার (২৫ মার্চ) ভোরে এ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার রায়হান চৌধুরী বলেন, উপজেলার চন্দ্রা এলাকায় প্রথমে একটি ঝুট গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের আরও দুটি গুদামে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঝুটসহ তিনটি গুদামের মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

 

Comments (0)
Add Comment