গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গতকাল শনিবার হামাসের অবস্থানে যুদ্ধবিমান ও হেলিকপ্টার নিয়ে হামলা চালায় তারা।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দাবি, রকেট তৈরির স্থান, সুড়ঙ্গ এবং একাধিক অস্ত্র সংরক্ষণের জায়গা টার্গেট করা হয়েছে। তবে উভয়ের নতুন সংঘাতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সম্প্রতি ইসরায়েলের উচ্চ নিরাপত্তা সম্পন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া ৬ ফিলিস্তিনি বন্দিকে আটকের ঘোষণা আসে। তারপর গাজা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট ছুড়ে হামাস।

তা নিয়ে টানা দুই দিন উভয়পক্ষ সংঘাতে জড়িয়েছে। এর আগে চলতি বছরের জুন মাসে হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে টানা ১১ দিনের যুদ্ধে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে।
সূত্র: রয়টার্স।

Comments (0)
Add Comment