গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) দুপুরে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের তালুক সর্বানন্দ গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- রোকাইয়া আকতার (৪) ও সুবাইতা খাতুন (৫)। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো বোন।
রোকাইয়া আকতার তালুক সর্বানন্দ গ্রামের রাব্বিবুল ইসলামের মেয়ে ও সুবাইতা খাতুন সাদুল্লাপুরের দামোদরপুর ইউনিয়নের পশ্চিম দামোদরপুর গ্রামের সাদেকুল ইসলামের মেয়ে।
স্বজনরা জানায়, দুপুরে শিশু রোকাইয়া ও সুবাইতা বাড়ির উঠানে খেলছিল। এ সময় সবার অজান্তে পাশের একটি পুকুরের পানিতে ডুবে যায় তারা। কিছুক্ষণ পর আশপাশের লোকজন দেখতে পেয়ে দুই শিশুর ভাসমান লাশ উদ্ধার করে।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, তালুক সর্বানন্দ এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।