সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘গত বছর এই সময়ে আদৌ করোনাভাইরাসের কোন টিকা আসবে কিনা বা আসলে কবে সেটি আসতে পারে, সেটাই কেউ জানতেন না। আর আজ বিশ্বের সবচেয়ে বড় টিকাদান কর্মসূচী চলছে ভারতে।’
৭৫ তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে মোদি একথা বলেন। প্রতি মাসের শেষ রবিবার সাধারণ মানুষের উদ্দেশ্যে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোদি। এতে বিশেষ ঘটনাকেন্দ্রিক বার্তার পাশাপাশি দেশের সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যের সংরক্ষণের প্রতি বার্তাও দিয়ে থাকেন ভারতের প্রধানমন্ত্রী। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তের ইতিবাচক ঘটনাগুলোও তুলে ধরেন। অল ইন্ডিয়া রেডিওতে এটি সম্প্রচার করা হয়।
এদিন মোদি বলেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে দৃষ্টান্ত সৃষ্টি করেছে ভারত। দেশবাসীর সহযোগিতা পেয়ে আমি কৃতজ্ঞ। গত বছর মার্চে দেশবাসী প্রথম ‘জনতা কার্ফু’র বিষয়ে জানতে পারেন। সেই সময় থেকেই দেশবাসী বীরত্বের সঙ্গে করোনার বিরুদ্ধে লড়াই করে চলেছেন।
উল্লেখ্য, গত বছর ২২ মার্চ জনতা কার্ফুর ডাক দেন মোদি। সম্প্রতি তার এক বছর পূর্ণ হয়েছে।
জনতা কার্ফুকে শুরু থেকেই ট্রায়াল রানের আখ্যা দিয়েছিলেন অনেকেই। এর মানে জনতা কার্ফুর মাধ্যমেই দেশবাসীকে লকডাউনের প্রস্তুতি নেওয়ার ইঙ্গিত দেন তিনি। জনতা কার্ফুর ঠিক পর পরই ২১ দিনের লকডাউনের ঘোষণা করা হয়েছিল ভারতে।