খুলনার পিকচার প্যালেসের অস্থায়ী মার্কেট পুড়ে ছাই

আগুনে পুড়ে গেছে খুলনা নগরীর পিকচার প্যালেসের জায়গায় অস্থায়ী ঈদ মার্কেট। বুধবার (১৯ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে মার্কেটটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এরই মধ্যে পুরো মার্কেট পুড়ে ছাই হয়ে যায়।

ব্যবসায়ীরা বলছেন, এক বছর আগে ভেঙে ফেলা পিকচার প্যালেস সিনেমা হলের জমিতে ‘পিকচার প্যালেস সুপার মার্কেট’ নামে অস্থায়ী দোকান বসিয়ে ব্যবসা শুরু করেন তারা। তবে বাজারটি অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণভাবে গড়ে ওঠায় এতে নিরাপত্তার যথেষ্ট ঘাটতি ছিল। ভোররাতে হঠাৎ আগুন লাগলে ব্যবসায়ীরা তাড়াহুড়ো করে দোকান থেকে বেরিয়ে আসেন। তবে মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

তারা বলছেন, আগুনে বিপুল পরিমাণ মালামাল পুড়ে যাওয়ায় ভয়াবহ ক্ষতি হয়েছে, বিশেষ করে ঈদ মৌসুমের ঠিক আগে এই অগ্নিকাণ্ড তাদের চরম বিপাকে ফেলেছে।

ব্যবসায়ীরা বলছেন, প্রায় ৫০টির মতো দোকান ছিল এই মার্কেটে। সবগুলোই প্রায় ক্ষতিগ্রস্ত।

ক্ষতিগ্রস্ত একটি দোকানের মালিক আসমা বেগম বলেন, ঈদ উপলক্ষ্যে গত কয়েকদিন আগে ২০ লাখ টাকার শাড়ি ও গয়না তুলেছিলেন দোকানে। আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে গেছে।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আবু বকর জামান বলেন, আমরা ৫টা ৩৫ মিনিটে সেখানে পৌঁছে যাই। খুলনা টুটপাড়া, দৌলতপুর, খালিশপুর, বয়রা থেকে ১০টা ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছে বলে মনে হয়েছে।

Comments (0)
Add Comment