রাশিয়ার নেতারা বুধবার ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির একটি চুক্তিতে পুনরায় যোগ দিয়েছেন। কৃষ্ণ সাগর নৌ-বহরের উপর ড্রোন হামলা চালানোর অভিযোগের দৃষ্টান্ত তুলে ধরে শনিবার তারা চুক্তি থেকে সরে গিয়েছিলেন।
জুলাই মাসে আলোচকরা দক্ষিণ ইউক্রেনের বন্দর থেকে বিশ্ব বাজারে শস্যের নিরাপদ চলাচলের অনুমতি দিতে সম্মত হয়েছিলেন। তবে রাশিয়ার কর্মকর্তারা বলেছেন ইউক্রেন চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। এদের বাহিনী কৃষ্ণ সাগরের খাদ্যশষ্য করিডর যে সামরিক অভিযান চালাতে ব্যবহার করবে না, সেই নিশ্চয়তার দাবী তারা করেছিলেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, “ইউক্রেন এসব নিশ্চয়তা লঙ্ঘন করলে চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়ার অধিকার আমাদের আছে।”
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির যেলেন্সকি “ভয় দেখিয়ে চাপ সৃষ্টি করার জন্য” রাশিয়াকে অভিযুক্ত করেন। তিনি বলেছেন, “ইউক্রেনে রাশিয়া হামলা না চালালে বিশ্ব জুড়ে খাদ্য সঙ্কট দেখা দেয়ার ভৌতিক কোন হুমকিও এমন কি থাকতো না”।
তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়িপ এরদোগান মূল চুক্তিতে উপনীত হতে সহায়তা করেন এবং চুক্তি রক্ষায় সাহায্য করেন। তিনি বলেছেন যুদ্ধ শেষ করতে কূটনীতিকদের দরকার তাদের চালানো প্রচেষ্টা জোরদার করে নেয়।