খুলনার কয়রায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে ছয় পুলিশ সদস্যসহ সাতজন আহত হয়েছেন।
আজ রোববার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার আমাদি ইউনিয়নের হরিনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শাহিন নামে একজনকে আটক করেছে পুলিশ।
আহতদের মধ্যে উপ-পরিদর্শক ইব্রাহিম হোসেন ও কনস্টেবল নাঈমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া হামলার আবু সাঈদ সানা (৫৫) নামে এক ব্যক্তিও গুরুতর আহত হয়েছেন।
কয়রা থানার আমাদি ক্যাম্প ইনচার্জ ইব্রাহিম হোসেন জানান, উপজেলার হরিনগর গ্রামে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। এ সময় হানিফ চৌকিদারের নেতৃত্বে অর্ধশতাধিক নারী-পুরুষ লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে। এ সময় তাদের হামলায় পুলিশের ছয় সদস্য আহত হয়। এর মধ্যে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন বলেন, খবর পেয়ে সেখানে থানা থেকে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।