ক্ষমতা দখলের দিবাস্বপ্ন দেখছে ক্ষমতাচ্যুত আ’লীগ : জাহিদ হোসেন

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ফের ক্ষমতা দখলের ‘দিবাস্বপ্ন’ দেখছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। শের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। শনিবার(৭ ডিসেম্বর) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখছিলেন জাহিদ হোসেন।

‘দখলের দিন শেষ’ মন্তব্য করে তিনি বলেন, এত বাহিনী থাকার পরেও (শেখ হাসিনাকে) পালিয়ে যেতে হয়েছে। ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত থাকার পড়েও দখলের স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন দিবাস্বপ্ন থেকে যাবে। ৩৬ কোটি হাত প্রতিরোধ করবে।

মানুষের অধিকার আদায়ের তাগিদ দিয়ে জাহিদ বলেন, “ষড়যন্ত্র শেষ হয় নাই। কোনো অবস্থাতে ভাবার কারণ নাই আপনার অধিকার আপনি এমনি এমনি ফেরত পাবেন। যেরকম ভাবে জনাব তারেক রহমান সাহেব বলেছেন, আন্দোলনে ছিলেন, আন্দোলনে আছেন এবং থাকবেন। আগামী দিনের লড়াই হবে আরও কঠিন। দেখেন, আস্তে আস্তে আমাদের সামনে কঠিন সময় আসতেছে। এই সময় দরকার ঐক্য। শুধু ঐক্যই পারে যেকোনো ষড়যন্ত্রকে ছিন্ন করতে এবং সম্প্রসারণবাদী ষড়যন্ত্রকারীদের প্রতিরোধ করতে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে জাহিদ হোসেন বলেন, “আগের পররাষ্ট্র মন্ত্রী মোমেন সাহেব দিল্লিতে গিয়ে বলেছিলেন, আমাদেরকে আরেকটু ক্ষমতায় রাখেন’। জনগণের ভোটে তারা বিশ্বাস করে না। সেজন্যই ’১৪, ’১৮ ও ’২৪ এ নির্বাচন কী হয়েছে- দেশের মানুষ দেখেছে। এখন যখন পতিত স্বৈরাচারকে জায়গা দিয়েছে, এখন তাদের গাত্রদাহ।

প্রতিবেশী ভারতের ভূমিকা নিয়ে সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, তারা আমাদের সাথে বিলিয়ন বিলিয়ন ডলারে বাণিজ্য করে, আমাদের দেশে যখন পেঁয়াজের দাম বাড়ে- তখন তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে; আমাদের দেশের মানুষের যখন পানি দরকার, তখন বাঁধ বেঁধে দেয়, তারা পানি দেয় না।

গত আগস্টে দেশের উত্তর-পূর্বাঞ্চলে যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল- তার জন্য ভারতকে দায়ী করে জাহিদ হোসেন বলেন, কিছুদিন আগেও যখন তাদের দেশে বন্যা হতে থাকে, তখন ফেনীর এখানে বাঁধ খুলে দিল। তাতে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ভেসে গেল।
আবার তিস্তাতেও গজলডোবার বাঁধ খুলে দিল; তাতে রংপুর, গাইবান্ধাসহ সবটা ভেসে গেলো অর্থাৎ তারা শুষ্ক মৌসুমে আমাদেরকে পানি দেয় না, আর বর্ষাকালে পানি ছেড়ে দিয়ে কষ্ট দেয়। তারা আমাদেরকে এভাবে শোষণ করতে চায়, নিয়ন্ত্রণ করতে চায়।

বিএনপি নেতা জাহিদ হোসেন মনে করেন, ভারত বুঝতে পারছে- তারা বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য আগের মত ‘নিয়ন্ত্রণ করতে পারবে না’।

ভয়েস অব টাইমসের সভাপতি ফারুকুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দিন।