ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে লেগ স্পিনার রিশাদ হোসেন

লিটন-ইমন-শরিফুলের বড় লাফ

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা। আইসিসির সদ্য প্রকাশিত টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে লেগ স্পিনার রিশাদ হোসেন উঠে এসেছেন তার ক্যারিয়ার সেরা অবস্থানে। পাশাপাশি বড় উত্থান হয়েছে পারভেজ হোসেন ইমন, শরিফুল ইসলাম এবং লিটন দাসের।

সিরিজের প্রথম দুই ম্যাচে মোট ৪ উইকেট শিকার করেছেন রিশাদ। বিশেষ করে ডাম্বুলায় দ্বিতীয় ম্যাচে ১৮ রানে ৩ উইকেট নেওয়ার পর টি-টোয়েন্টি বোলিং র‍্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে এখন তিনি ১৭তম স্থানে। তার রেটিং পয়েন্ট এখন ৬২৩, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ।

একাদশে ফিরে দারুণ বোলিং করেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। দ্বিতীয় ম্যাচে ১২ রানে ২ উইকেট নেওয়ায় তিনি ২০ ধাপ লাফিয়ে উঠে এসেছেন ৫৭তম স্থানে। অপরদিকে, মুস্তাফিজুর রহমান রয়েছেন ২৬তম স্থানেই।
তবে শেখ মেহেদী হাসান ও তাসকিন আহমেদ পিছিয়েছেন ৪ ধাপ করে, তারা এখন যথাক্রমে ২৫ ও ২৯ নম্বরে।

ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় উন্নতি লিটন দাসের। দ্বিতীয় ম্যাচে ৫০ বলে ৭৬ রানের ইনিংস খেলে ৭ ধাপ এগিয়ে এখন ৪৪ নম্বরে।

প্রথম ম্যাচে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলা পারভেজ হোসেন ইমন এগিয়েছেন ১২ ধাপ, এখন তিনি ৮৫ নম্বরে।
তাওহিদ হৃদয় ১ ধাপ এগিয়ে ৪১তম অবস্থানে রয়েছেন, যেটি বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে উঁচু র‍্যাঙ্কিং।