পরিবার পরিকল্পনা অধিদফতরের ৯৪ জন নন-ক্যাডার পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বিসিএস (পরিবার পরিকল্পনা) ক্যাডারে অন্তর্ভুক্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।
গত ১৭ সেপ্টেম্বর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব মোহাম্মদ মহসীন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় প্রণীত বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিবার পরিকল্পনা) গঠন ও ক্যাডার আদেশ ২০২০ এবং দি বাংলাদেশ সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট রুলস ১৯৮১ এর সংশোধনপূর্বক ৯ সেপ্টেম্বর প্রকাশিত গেজেটের আলোকে ওই ৯৪ জন নন-ক্যাডার কর্মকর্তাকে ক্যাডারে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদেরকে ভূতাপেক্ষভাবে ১৯৯৫ সালের ১১ সেপ্টেম্বর থেকে বিসিএস পরিবার পরিকল্পনা ক্যাডার অন্তর্ভুক্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়।