কোচ হয়ে বাংলাদেশে আসছেন তাইবু

তাতেন্দা তাইবু জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার, টেস্ট এবং ওয়ানডে ক্যাপ্টেন। মাত্র ২১ বছর বয়সে তিনি ইতিহাসের সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক হয়েছিলেন। ছোটোখাটো গড়ন, মায়াবী চেহারা, ভালো পারফরম্যান্সের সুবাদে শুরুতেই ক্রিকেট দুনিয়ায় পরিচিত হয়ে ওঠেন।

খেলার সুবাদে অসংখ্যবার বাংলাদেশ সফরে এসেছেন তাইবু। সেই সুবাদে এদেশের প্রতি একটা মায়াও জন্মে গেছে। এর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন সেকথা। এবার সেই তাইবু আসছেন বাংলাদেশেই। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর ক্রিকেট কোচের দায়িত্ব পেয়েছেন তিনি।

তাইবুর বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করে বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা কোচ নাজমুল আবেদীন ফাহিম গণমাধ্যমকে বলেন, “দুজন বিদেশি কোচ নিয়োগের অনুমতি চেয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে আবেদন করা হয়েছে। এদের একজন তাইবু, অন্যজন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার অ্যান্ডি কোটাম। নিয়োগ হলে তারা কেন্দ্রীয় বিকেএসপিতে কাজ করবেন।”

উল্লেখ্য, তাইবু ২০১৬ সালে যুক্তরাজ্যের লিভারপুল এবং জেলা ক্রীড়া প্রতিযোগিতায় দ্বিতীয় বিভাগে খেলোয়াড়-কোচ-উন্নয়ন-কর্মকর্তা হিসেবে হাইটাউন সেইন্ট মেরি কলেজে যোগদান করেছিলেন।

Comments (0)
Add Comment