মো.ইউসুফ আলী, কেরাণীগঞ্জ: করোনা মহামারির কারনে জাতীয় শোক দিবস পালনে এবছর বড়ধরনের কোন জনসমাগমের আয়োজনে যায়নি দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগ ও কেরাণীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ। তবে সামাজিক দুরত্ব বজায় রেখে সিমিত পরিসরে যথাযথ মর্যাদায় কেরানীগঞ্জে পালিত হয়েছে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ইং। সারা দেশের ন্যায় কেরাণীগঞ্জেও এবারের জাতীয় শোক দিবসে কোরআনখানি,মিলাদ-মাহফিল,দোয়া-মোনাজাত,জাতীয়পতাকাঅর্ধনমিতকরন,কালোপতাকা উত্তোলন,কালো ব্যাজ ধারন ও দরিদ্রভোজের আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ ও তাদের সকল অঙ্গ সংগঠন । এ উপলক্ষে ১৫ আগষ্ট রবিবার আয়োজিত নানা কর্মসুচীতে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ এবং দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বিদ্যুৎ,জ¦ালাণী ও খনিজ সম্পদ প্রতি মন্ত্রীর একান্ত সহকারি সচিব ম.ই মামুন। শাহীন আহমেদ এসময় শোককে শক্তিতে পরিনত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার শপথ নিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে থেকে একত্রে আগামীর দেশ গড়তে সহযোগীতা করার জন্য স্থানীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।
তিনি বলেন মুক্তিযুদ্ধের সুতিকাগার কেরাণীগঞ্জ। এখানেই গড়ে উঠেছিল মুক্তিযুদ্ধের প্রথম প্রশিক্ষণ ক্যাম্প। পাকিস্তানি পাক হায়েনারা চালিয়েছে গণহত্যা। হয়েছে সম্মুখ সমর। তাছাড়া জাতীরজনকের অবসর যাপন এবং কখনও কখনও আত্মগোপনের স্থানও ছিল কেরানীগঞ্জ। ঘুরেফিরেই তিনি ছুটে আসতেন কেরাণীগঞ্জে। তাই মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুর প্রসঙ্গে কেরাণীগঞ্জবাসী সব সময়ই দুর্বল। কারণ এখানকার প্রবীণ রাজনীতিবিদদের অনেকর সাথেই জাতিরজনকের সরাসরি পরিচয় ছিল। যে কারনে ১৫ আগষ্টের কাল রাত্রির কথা তারা ভাবতেই পারেন না। সে জন্য জাতীর জনকের কথা ভেবে শোক চেপে রাখতে কষ্ট হয় কেরাণীগঞ্জবাসীর। ফলে প্রতিবছর ১৫ আগষ্ট এলে শোকের ছায়া নেমে আসেকেরাণীগঞ্জে। দিবসটি পালন উপলক্ষে রবিবার উপজেলা প্রশাসন এক আলোচনা সভার আয়োজন করেন। কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অমিত দেব নাথের সভাপতিত্বে এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এবারের জাতীয় শোক দিবস উপলক্ষে আজ ১৫ আগষ্ট রবিবার সকালে প্রথমে জাতীর জনকের প্রতিকৃতিতে পষ্পার্ঘ্য অর্পণ,উপজেলা শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন এবং জিনজিরাস্থ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও দরিদ্র ভোজনের আয়োজন করা হয়। জিনজিরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী মোস্তাক হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বিদ্যুৎ,জ¦ালাণী ও খনিজ সম্পদ প্রতি মন্ত্রীর একান্ত সহকারি সচিব ম.ই মামুন। এ আয়োজনে অন্যানের মধ্যে আরোউপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.শাহজাহান, জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, আগানগর ইউপি চেয়ারম্যান হাজী মো.জাহাঙ্গীর শাহ খুশি, কোন্ডা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সাইদুর রহমান চৌধুরী ফারুক, কালিন্দী ইউপি চেয়ারম্যান হাজী মোজাম্মেল হোসেন,কলাতিয়া ইউপি চেয়ারম্যান মো.তাহের আলী, শাক্তা ইউপি চেয়ারম্যান হাজী মো.সালাহ উদ্দিন লিটন,ঢাকাজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসরারুল হাসান আসু, ঢাকা জেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও কলাতিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো.আব্দুল বারেক,জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজাদ উল্লাহ আজাদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি হাজী সানোয়ার হেসেন বুলবুল, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা যুবলীগ সভাপতি মাহমুদ আলম, আ’লীগ নেতা মোবারক হোসেন নোবেল,মো.দেলোয়ার হোসেন, তোফাজ্জল হোসেন প্রমুখ।
দিবসটি পালন উপলক্ষে আগানগর আগানগর ইউনয়ন পরিষদ এক মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাতের আয়োজন করে। আগানগর ইউপি চেয়ারম্যান হাজী মো.জাহাঙ্গীর শাহ খুশির সভাপতিত্বে¡ এ আয়োজনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো.গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা মো.শাহ নেওয়াজ, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা যুবলীগ সভাপতি হাজী মো.মাহমুদ আলম, আগানগর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ফরিদ আহম্মেদ,সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তারিফ, ওয়াকিল আহম্মেদ,সাগীর আহম্মেদ,মো.রাজিব ইউপি সদস্য মো.শাহিন, আব্দুর রাজ্জাক রুবেল,মো.দেলোয়ার হোসেন দিলু, প্রাণ কুমার বর্মন, মো,আলাউদ্দিন, মশিউর রহমান শাহিন, আনোয়ারা বেগম, ফারজানা ইসলাম চাদনী,মো.রফিক প্রমুখ।
দিবসটি পালন উপলক্ষে রবিবার বাস্তা ইউনিয়ন শ্রমিক লীগ এক মিলাদ মাহফিল,দোয়া মোনাজাত ও গণভোজের আয়োজন করেন। বাস্তা ইউনিয়ন শ্রমিক লীগ নেতা মো.জয়নাল আবেদীনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বিদ্যুৎ,জ¦ালাণী ও খনিজ সম্পদ প্রতি মন্ত্রীর একান্ত সহকারি সচিব ম.ই মামুন। এছাড়া এ আয়োজনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মো.বাবন,শাহজাদা প্রিন্স,কমল সরকার,বিপ্লব প্রমুখ।
দিবসটি পালন উপলক্ষে রবিবার কদমতলীস্থ মোনা ট্রেডসেন্টার সংলগ্ন এলাকায় এক মিলাদ মাহফিল,দোয়া-মোনাজাত ও গণভোজের আয়োজন করেন যুবলীগ নেতা মো.ফরিদ।
এছাড়াও দিনভর আযোজিত এ কর্মসূচীতে দক্ষিণ কেরাণীগঞ্জের প্রায় শতাধিক স্পটে আয়োজিত গণভোজে অংশ নিয়ে দরিদ্রদের মাঝে খিচুরি বিতরন করেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ এবং দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বিদ্যুৎ,জ¦ালাণী ও খনিজ সম্পদ প্রতি মন্ত্রীর একান্ত সহকারি সচিব ম.ই মামুন। এছাড়া এ আয়োজনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন।