কুয়েত এয়ারওয়েজ বাংলাদেশের ২০ এজেন্টকে পুরস্কৃত করল

এয়ারলাইন্স নিয়ে কাজ করা বাংলাদেশের ২০ শীর্ষ ট্রাভেল এজেন্টকে পুরস্কৃত করেছে কুয়েতের জাতীয় উড়োজাহাজ সংস্থা কুয়েত এয়ারওয়েজ।

শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে কুয়েত এয়ারওয়েজের ‌‘বার্ষিক এজেন্ট কনফারেন্স ২০২৩’ অনুষ্ঠানে ২০ এজেন্টের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে টোটাল এয়ার সার্ভিসেস (টাস) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোরশেদুল আলম চাকলাদার বলেন, এয়ারলাইন্স সেক্টরে করোনাকালীন বড় ধরনের ধাক্কা এসেছিল। সে সময় টাস কোনো কর্মীকে ছাঁটাই করেনি বরং তাদের সঙ্গে নিয়েই কাজ করে পরিস্থিতি সামাল দিয়েছে। বর্তমানে ছয়টি এয়ারলাইন্সের জিএসএ হিসেবে কাজ করছে টোটাল এয়ার সার্ভিসেস লিমিটেড।

গ্রুপের পরিচালক কাজী শাহ মোজাক্কের বলেন, টাস যাদের সঙ্গে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন তাদের সম্মান জানাতেই এই পুরস্কারের আয়োজন। এজেন্টদের উৎসাহ দিতে প্রতি বছরই এ পুরস্কারের ব্যবস্থা থাকবে।

পুরস্কার পাওয়া এজেন্টগুলো হচ্ছে- সায়মন ওভারসিস লিমিটেড, ভিক্টোরি ট্রাভেলস লিমিটেড, টালন করপোরেশন লিমিটেড, এক্টিভেট ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, এয়ার স্পিড প্রাইভেট লিমিটেড, আল-গাজী ট্রাভেলস লিমিটেড, আল-মনসুর এয়ার সার্ভিস লিমিটেড, এলাইট ট্রাভেলস, বি ফ্রেশ লিমিটেড, ডায়নামিক ট্রাভেলস, ইস্ট ওয়েস্ট ট্রাভেল অ্যান্ড ট্যুর, জিমিনি ট্রাভেলস লিমিটেড, গোল্ড এয়ার এন্টারপ্রাইজ লিমিটেড, হাজী এয়ার ট্রাভেলস লিমিটেড, হরিজন এক্সপ্রেস লিমিটেড, ইন্টারন্যাশনাল ট্রাভেল কর্পোরেশন, লতিফ ট্রাভেলস প্রাইভেট লিমিটেড, সানজার এভিয়েশন লিমিটেড, সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস, ট্যুর বুকিং বাংলাদেশ এবং ভ্যালেন্সিয়া এয়ার ট্রাভেল অ্যান্ড লিমিটেড।

অনুষ্ঠানে কুয়েত এয়ারওয়েজ, টোটাল এয়ারলাইন্স সার্ভিসেস লিমিটেডের বিভিন্ন কর্মকর্তাসহ দেশের বিভিন্ন ট্রাভেল এজেন্টরা উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment