শিক্ষার্থীদের জন্য কঠোর নির্দেশনা দিয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) কর্তৃপক্ষ। রাজনৈতিক সংগঠনের কার্যাক্রমের সঙ্গে সম্পৃক্ত হলে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালকের কার্যালয় সোমবার (১০ মার্চ) এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯৩ ও ৯৮তম জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীদের সব ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ততা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এছাড়া, সিন্ডিকেটের ৯৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী, রাজনীতিতে জড়িত শিক্ষার্থীদের ক্ষেত্রে তদন্ত করে সর্বোচ্চ শাস্তি আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হবে।
এই সিদ্ধান্ত ছাত্র শৃঙ্খলা বিধির ২০ নম্বর ধারায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে বলা হয়েছে, ‘কোনো ছাত্র বা ছাত্রগোষ্ঠী কোনো ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত থাকতে পারবে না। যদি কোনো শিক্ষার্থী সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত হয়, সে ক্ষেত্রে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল।’
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।