মৌলভীবাজারের কুলাউড়ায় রেললাইন ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন।
আজ রোববার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভাটেরার হোসেনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিলেট নগরের লোহারপাড়ার ফরিদ উদ্দিন (৫২), তার ভাতিজা চার বছরের শিশু আফিফ উদ্দিন।
আহতরা হলেন- নিহত ফরিদ উদ্দিনের বড় মেয়ে রেজওয়ানা উদ্দিন রিজু (২৪), ছোট ছেলে লাবিব উদ্দিন (৬), ফরিদ উদ্দিনের ভাই কামাল উদ্দিন (৩৫), স্ত্রী রুমি বেগম (৩৪), কামালের বোন লিলি বেগম (৫৫), তার মেয়ে রাবেয়া বেগম (২৪)।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিণয় ভূষণ এ তথ্য নিশ্চিত করেছেন।
ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ভাটেরার হোসেনপুর এলাকায় একটি যাত্রীবাহী মাইক্রোবাস রেললাইন ক্রসিং করছিল। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লাগে। এতে দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি। ঘটনাস্থলেই ট্রেনের দুই যাত্রী মারা যান। আহত হন অন্তত চারজন। তাদের মুমূর্ষু অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।