‘কুচক্রী মহলটি দেশের উন্নয়ন চোখে দেখে না’

জাতীয় ও স্থানীয় পর্যায়ে বাস্তবমুখী ও টেকসই উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগ নিরলস করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কিন্তু এই উন্নয়ন কর্মকাণ্ডকে স্বাধীনতাবিরোধী একটি কুচক্রী মহল মানতে চাইছে না বলেও উল্লেখ করেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘একটি কুচক্রীমহল এ দেশের উন্নয়ন চোখে দেখে না। তারা এ দেশের স্বাধীনতা মানতে চায় না। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা শুধু ষড়যন্ত্র করে দেশকে পিছনের দিকে নিয়ে যেতে চায়।’

দেশবাসীকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘এ ব্যাপারে আপনাদের আরও সতর্ক থাকতে হবে। আমাদের এ উন্নয়নের ধারা যেন কোনোভাবেই ব্যাহত না হয়।’

রোববার সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন নতুনভাবে অন্তর্ভুক্তক ১৮টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার নির্মাণ ও উন্নয়ন (ফেজ-১) শীর্ষক প্রকল্পের উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় উত্তর-পশ্চিমে অবস্থিত হরিরামপুর ইউনিয়ন, পূর্বাঞ্চলে উত্তরখান, দক্ষিণখান, বাড্ডা, বেরাইদ, ডুমনি ও সাঁতারকুল ও ভাটারা ইউনিয়নে এলাকাগুলোকে ১৮টি ওয়ার্ডে অন্তর্ভুক্ত করা হয়।

ডিএনসিসির এয়ারপোর্ট রোড ও প্রগতি সরণিসংলগ্ন ৭টি ইউনিয়নের পশ্চিমাংশ ও উত্তরা আবাসিক এলাকাসংলগ্ন হরিরামপুর ইউনিয়ন তুলনামূলকভাবে অধিক ঘন বসতিপূর্ণ।

ঢাকা মহানগরবাসীর সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন উন্মুক্ত স্থানে আধুনিকায়ন, উন্নয়ন, সবুজায়ন’ শীর্ষক আরও ১টি প্রকল্প ২০১৭ সালে হাতে নেওয়া হয়েছে। সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পটি ২০২২ সালের মধ্যে সমাপ্ত হবে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

প্রকল্পের আওতায় ডিএনসিসির ১৮টি পার্ক ও ৪টি খেলার মাঠের উন্নয়ন ও আধুনিকায়ন করা হচ্ছে। ২৩টি পাবলিক টয়লেট উন্নয়ন ও নতুন করে ৫০টি পাবলিক টয়লেট নির্মাণ করা হচেছ। এই প্রকল্পের আওতায় ১২টি পার্ক, ৩০টি খেলার মাঠ ও ৩০টি পাবলিক টয়লেটের কাজ সম্পন্ন হয়েছে। এগুলো শীঘ্রই উদ্বোধন করা হবে।

Comments (0)
Add Comment