কিয়ার নতুন ইলেকট্রিক এসইউভি ইভি৫

দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান কিয়া তাদের নতুন মাঝারি আকারের ইলেকট্রিক এসইউভি ‘ইভি৫’ উন্মোচন করেছে। এটি নিয়ে বিশ্বজুড়ে গাড়িপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। দীর্ঘ রেঞ্জ, দ্রুত চার্জিং সুবিধা ও প্রযুক্তিনির্ভর প্রশস্ত ইন্টেরিয়র সবই রয়েছে এই গাড়িতে। তবে আকর্ষণীয় সব ফিচার থাকা সত্ত্বেও গাড়িটি যুক্তরাষ্ট্রের বাজারে আনা হবে না বলে নিশ্চিত করেছে কিয়া।

কিয়া আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ইভি৫ মডেলটি উত্তর আমেরিকার বাজারে কেবল কানাডায় বিক্রি হবে। যদিও যুক্তরাষ্ট্রের রাস্তায় পরীক্ষামূলকভাবে কয়েকটি ইভি৫ চলতে দেখার পর গুজব ছড়িয়েছিল। কিন্তু ইউরোপ ও দক্ষিণ কোরিয়ায় বিক্রি শুরুর পর প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৬ সালের শুরুতে কানাডায় গাড়িটি উন্মোচন করা হবে।

তরুণ পরিবারকে লক্ষ্য করে তৈরি করা এই গাড়িতে রয়েছে কিয়ার সর্বাধুনিক কানেক্টিভিটি প্রযুক্তি, আরামদায়ক ইন্টেরিয়র এবং দীর্ঘ ড্রাইভিং রেঞ্জ। ইভি৯ ও ইভি৩-এর মতো এটিতেও কিয়ার নতুন ডিজাইনধারার ছোঁয়া রয়েছে। এর সামনের অংশে রয়েছে নতুন ‘ডিজিটাল টাইগার ফেস’ ও সিগনেচার ‘স্টার ম্যাপ’ ডে-টাইম রানিং লাইট। গাড়িটি কিয়া স্পোর্টেজের চেয়ে কিছুটা বড়। এর দৈর্ঘ্য ৪ হাজার ৬১০ মিলিমিটার, প্রস্থ ১ হাজার ৮৭৫ মিলিমিটার এবং উচ্চতা ১ হাজার ৬৭৫ মিলিমিটার।

হুন্দাইয়ের ই-জিএমপি প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি এই এসইউভি একবার সম্পূর্ণ চার্জে ডব্লিউএলটিপি মানদণ্ড অনুযায়ী প্রায় ৫৩০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এর দ্রুত চার্জিং প্রযুক্তি মাত্র ৩০ মিনিটে ব্যাটারিকে ১০% থেকে ৮০% পর্যন্ত চার্জ করতে সক্ষম।

যুক্তরাজ্যে ইভি৫-এর দাম শুরু হয়েছে ৩৯ হাজার ২৯৫ পাউন্ড থেকে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ায় সরকারি ভর্তুকি বাদে এর দাম শুরু হয় প্রায় ৩৫ হাজার ডলার থেকে, যা ভর্তুকিসহ প্রায় ২৮ হাজার ৮০০ ডলারে নেমে আসে।