বিএনপি-জামায়াতকে ‘সন্ত্রাসী দল’ অ্যাখ্যা দিয়ে নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ও সন্ত্রাস বন্ধে তরুণদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশের বিষয়ে কয়েকটি বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ নিয়ে তিনি বলেন, গত তিন নির্বাচন পর্যালোচনা করে দেখেছি। এদের (বিএনপি-জামায়াত) এভাবে যানবাহনে আগুন দিতে একটি শ্রেণি উৎসাহ দিচ্ছে। বিদেশি, বিশেষত ওয়েস্টার্ন কিছু রাষ্ট্রদূত। ঠিক নির্বাচনের আগে তারা অতিরিক্ত কথা বলা শুরু করে। এই যে জামায়াত একটি যুদ্ধাপরাধীদের দল, জঙ্গি দল। তাদের জঙ্গি সন্ত্রাসী বলবে না। এ ক্ষেত্রে মানবাধিকারের কোনো চিহ্ন নেই। বিএনপি আগুন জ্বালাচ্ছে, মানুষ পোড়াচ্ছে। কিন্তু বিএনপিকে সন্ত্রাসী দল তারা (কিছু বিদেশি রাষ্ট্র) বলবে না। উল্টো আরও স্পেস দিতে হবে। আমি তরুণদের বলব, তারা যেন বিদেশিদের থেকে সাবধান থাকে। তারা চায় বাংলাদেশ যেন গরিব দেশ হয়ে থাকে। তাদের হুকুম মতো চলে।
শুক্রবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত ‘লেটস টক’ অনুষ্ঠানে তরুণদের মুখোমুখি হয়ে নিজের ভাবনা তুলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও আওয়ামী লীগের গবেষণা শাখা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর প্রধান সজীব ওয়াজেদ। অনুষ্ঠানে তিনি তরুণদের নানা প্রশ্নের উত্তর দেন।
জ্বালাও-পোড়াও বন্ধ করতে তরুণদের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে নির্বাচনের আগে যদি আমরা জ্বালাও-পোড়াও বন্ধ করতে চাই, তাহলে সহজ সমাধান হলো বিএনপি-জামায়াতকে বাংলাদেশে নিষিদ্ধ করে দেন। সেটা যেহেতু সম্ভব নয়, তাই আরেকটা উপায় আছে। সেটা হলো- নৌকায় ভোট দিন।
তিনি বলেন, “জামায়াত-বিএনপির ভোটার যত কমতে থাকবে, জঙ্গিবাদ ও সন্ত্রাস তত কমতে থাকবে। আপনারা যদি প্রতি নির্বাচনে নৌকাকে ভোট দেন, তাহলে এখন যেমন জামায়াত বলে কিছু নাই, ভবিষ্যতে বিএনপি বলেও কিছু থাকবে না। আর সেইদিন বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন হবে।
সজীব ওয়াজেদ বলেন, এখন দেখেন বিএনপি জামায়াতের জঙ্গিবাদ আর দুর্নীতির বিচার করতে গেলেও বিদেশিরা বলছে মানবাধিকার লঙ্ঘন। তাদের বাঁচাতে ব্যস্ত বিদেশিরা। আমি তরুণদের বলব, যারা বিএনপি-জামায়াতকে বাঁচাতে চেষ্টা করছে, তাদের কথা যখনই শুনবেন, প্রতিবাদ করবেন। বলবেন, ‘জিয়াউর রহমান খুনি ও বিএনপি জঙ্গি দল, তাদের পক্ষে কেন কথা বলছো তোমরা? তোমরা বিদেশিরা মানবাধিকারের কথা বলছো, তোমরা বিদেশিরা তাদের মানবাধিকার লঙ্ঘনের বিচার আগে করো। তখন তোমাদের কথায় বিশ্বাস করব।
জিয়াউর রহমানের শাসনামলে বিনাবিচারে মুক্তিযোদ্ধা ও সেনা কর্মকর্তাদের হত্যার বিচার নিয়ে এক প্রশ্নের উত্তরে সজীব ওয়াজেদ বলেন, জিয়াউর রহমানের আমল আমাদের দেশের বিরাট একটা কালো দাগ ছিল। আজকে যারা মানবাধিকারের কথা বলে, তারা এটা বলে না জিয়াউর রহমান এবং বিএনপি তখন কত হাজার হাজার মানুষকে হত্যা করেছে বিচার ছাড়া। তাদের লাশ পর্যন্ত পাওয়া যায় না আজ পর্যন্ত। এই হলো বিএনপি। এটা কী গণতান্ত্রিক দল? না, এটা একটা সন্ত্রাসী দল। এটা একটি খুনিদের দল। জিয়াউর রহমান স্বৈরাচার ছিল, জিয়াউর রহমান খুনি ছিল। আমরা বিচার করার চেষ্টা করছি। এটা একটা কঠিন বিষয়। কারণ, তখন থেকে অনেক রেকর্ডস নাই, তথ্য নেই। তারা তো সব মুছে ফেলেছে। যেভাবেই হোক, তাদের আমরা বিচার করার চেষ্টা করেই যাচ্ছি।
প্রসঙ্গত, লেটস টক হলো এমন একটি প্ল্যাটফর্ম, যার মাধ্যমে তরুণ-তরুণীরা দেশের নীতি-নির্ধারকদের সঙ্গে তাদের মতামত ও আইডিয়া শেয়ার করার সুযোগ পায়। দেশের তরুণ-তরুণীরা বিশ্বের অনেক কিছুতেই নেতৃত্ব দিচ্ছে এবং আগামীতেও স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দিবে এই তরুণ-তরুণীরাই- এমনটাই বিশ্বাস করেন লেটস টকের আয়োজকরা।
আরও পড়ুন
ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
জঙ্গি দমনে বাংলাদেশ সরকার জিরো টলারেন্সে
জঙ্গি দমনে বাংলাদেশ সরকার জিরো টলারেন্সে
ওসি ইউএনওদের বদলির নির্দেশ নির্বাচন কমিশনের
ওসি ইউএনওদের বদলির নির্দেশ নির্বাচন কমিশনের
ঝুঁকি দেখছেন ভিআইপি প্রার্থী
ঝুঁকি দেখছেন ভিআইপি প্রার্থী
সর্বশেষ
কিছু বিদেশি রাষ্ট্র চায় বাংলাদেশ যেন তাদের হুকুম মতো চলে: জয়
কিছু বিদেশি রাষ্ট্র চায় বাংলাদেশ যেন তাদের হুকুম মতো চলে: জয়
তাইজুলের ১০ উইকেটে বাংলাদেশের স্মরণীয় জয়
তাইজুলের ১০ উইকেটে বাংলাদেশের স্মরণীয় জয়
ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
যুদ্ধবিরতির পর ইসরায়েলের হামলায় গাজায় নিহত ১৮৪
যুদ্ধবিরতির পর ইসরায়েলের হামলায় গাজায় নিহত ১৮৪
জঙ্গি দমনে বাংলাদেশ সরকার জিরো টলারেন্সে
জঙ্গি দমনে বাংলাদেশ সরকার জিরো টলারেন্সে
যুক্তরাষ্ট্রের ইসরায়েলি কনস্যুলেটের সামনে শরীরে আগুন দিয়ে প্রতিবাদ
যুক্তরাষ্ট্রের ইসরায়েলি কনস্যুলেটের সামনে শরীরে আগুন দিয়ে প্রতিবাদ
জাম্বিয়ায় তামার খনিতে মাটি ধসে বহু শ্রমিক আটকা
জাম্বিয়ায় তামার খনিতে মাটি ধসে বহু শ্রমিক আটকা
নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডে মার্কিন কংগ্রেসের সদস্যপদ হারালেন সান্তোস
নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডে মার্কিন কংগ্রেসের সদস্যপদ হারালেন সান্তোস
আরও পড়ুন
অনুসন্ধানের জন্য ভ্রমণ করুন সমকাল-এ
বিশেষ আয়োজনকালের খেয়াফেসবুক লাইভবিজ্ঞাপন মূল্য তালিকাইউনিকোড কনভার্টারফিচারআর্কাইভছবিভিডিওই-পেপার
PRIVACY POLICY
TERMS OF USE
SAMAKAL ALL RIGHTS RESERVED
সম্পাদক : আলমগীর হোসেন
প্রকাশক : আবুল কালাম আজাদ
ফোন : ৫৫০২৯৮৩২-৩৮
বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮
ই-মেইল: samakalad@gmail.com, marketingonline@samakal.com
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা), ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা – ১২০৮
ফলো করুন সমকাল-এর খবর
SAMAKAL | GET THE LATEST ONLINE BANGLA NEWS
© ২০০৫ – ২০২৩ সমকাল কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
উন্নয়নে ইমিথমেকারস.কম