কাল আকাশে দেখা যাবে বিরল ‘স্ট্রবেরি মুন’

সংযুক্ত আরব আমিরাতের আকাশে বুধবার (১১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় বিরল ‘স্ট্রবেরি মুন’ দেখা যাবে। এটি বসন্তের শেষ পূর্ণ চাঁদ, যা ২০৪৩ সাল পর্যন্ত এই মাত্রায় আর দেখা যাবে না বলে নিশ্চিত করেছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)। খবর গালফ ‍নিউজ

দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপের (ডিএজি) অপারেশন ম্যানেজার খাদিজা হাসান আহমেদ মঙ্গলবার (১০ জুন) গালফ নিউজকে জানান, ইউএই জুড়ে স্ট্রবেরি মুন খালি চোখেই সহজে দেখা যাবে এবং এর জন্য কোনো বিশেষ যন্ত্রপাতির দরকার হবে না। চাঁদ উঠবে সন্ধ্যা সাড় ৭টায় এবং অস্ত যাবে পরবর্তী দিন ভোর ৫:৫৫ মিনিটে।

খাদিজা আরও বলেন, ‘বাসিন্দারা সহজেই বাইরে গিয়ে পূর্ব দিকের আকাশের দিকে তাকালেই দেখতে পারবেন। সমুদ্র সৈকত, মরুভূমি বা উঁচু স্থান থেকে এই দৃশ্য উপভোগ করা সবচেয়ে ভালো। তবে শহরের মধ্যেও আকাশ পরিষ্কার থাকলেই দেখা যাবে।’

স্ট্রবেরি মুন নাম থাকা সত্ত্বেও চাঁদ গোলাপি বা লাল নয়, বরং বায়ুমণ্ডলের কারণে নিচু আকাশে হলুদ বা কমলা রঙের দেখা যায়।

এই বিরল চাঁদের দৃশ্যের পেছনে রয়েছে ‘গ্রেট লুনার স্ট্যান্ডস্টিল’ নামের একটি মহাজাগতিক ঘটনা, যা প্রতি ১৮.৬ বছরে একবার ঘটে। খাদিজা জানিয়েছেন, ‘উত্তর গোলার্ধে এটি ২০৪৩ সাল পর্যন্ত সবচেয়ে নিচু পূর্ণ চাঁদ হবে, যা হরাইজনের কাছাকাছি উঠবে। দক্ষিণ গোলার্ধে এর বিপরীত অবস্থান দেখা যাবে।’

বিশেষজ্ঞরা বলছেন, এই সময় পৃথিবীর এবং চাঁদের কক্ষপথের ঢালার কারণে চাঁদ তার সবচেয়ে দূরবর্তী হরাইজন পয়েন্ট থেকে উঠে নিচু অবস্থায় দেখা দেয়, যা ‘মেজর লুনার স্ট্যান্ডস্টিল’ নামে পরিচিত।

বাসিন্দাদের জন্য আজকের সন্ধ্যা এক বিরল ও স্মরণীয় মহাজাগতিক অভিজ্ঞতার সুযোগ। তাই আকাশের দিকে তাকিয়ে এই বিরল স্ট্রবেরি মুন উপভোগ করতে ভুলবেন না।