কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা যাচ্ছে

শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন প্রতিবেদন লেখার সময়ও নিয়ন্ত্রণে আসেনি। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট, পাশাপাশি কাজ করছে নৌ, বিমানবাহিনী ও বিজিবি।

এই অগ্নিকাণ্ডের বিষয়ে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজ হাউসে আগুন লাগে। হঠাৎ করেই সেখানে ধোঁয়া বের হওয়া শুরু হয়। তারপর তা দাউ দাউ করে জ্বলতে থাকে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিমানবন্দর এলাকায় হাজারও উৎসুক জনতা ভিড় করেছেন। অপ্রীতির ঘটনা এড়াতে ঘটনাস্থলে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, আনসারসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন।

এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ফায়ার ফাইটারসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন এবং কী পরিমাণ ক্ষতি হয়েছে এর স্পষ্ট তথ্য জানা যায়নি।

যতটুকু জানা যাচ্ছে তা হলো, কার্গো ভিলেজের সকল কাপড়-চোপড় ও কেমিক্যাল পুড়ে ছাই হয়ে গেছে।

এদিকে, গণমাধ্যমে পাঠানো একটি অডিও বার্তায় বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেছেন, ‘আমরা এখন একটা ইমারজেন্সি হ্যান্ডেল করছি। এই সময় আপনারা (সাংবাদিক) ফোন দিয়ে আমাদেরকে একটু মানে অন্যদিকে ডাইভার্ট করবেন না প্লিজ। আমাদেরকে সহযোগিতা করুন। একটা সমস্যা হয়েছে। আমরা সকলে মিলে এই সমস্যা উত্তরণের চেষ্টা করছি। আপনারা তথ্য পাবেন। সময় অনুযায়ী তথ্য পাবেন। আমাদেরকে এখন এই ইমার্জেন্সিটাকে নিরাপদে হ্যান্ডেল করার জন্য সুযোগ দিন প্লিজ।’