কারামুক্ত শিশু বক্তা রফিকুল ইসলাম

কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন আলোচিত শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী‌। শনিবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার মো. আমিরুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে উচ্চ আদালত থেকে জামিনের আদেশ কারাগারে এসে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে রাত ৮টার দিকে রফিকুল ইসলাম মাদানীকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

ডিজিটাল নিরাপত্তা আইনে, বিস্ফোরক দ্রব্য আইনে ও সন্ত্রাসবিরোধী আইনের একাধিক মামলায় তিনি কারাগারে বন্দি ছিলেন বলেও জানান তিনি।

শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী (২৮) নেত্রকোনার পূর্বধলা থানার লেটিরকান্দা এলাকার মৃত শাহাব উদ্দিন সাহেব আলীর ছেলে।

Comments (0)
Add Comment