কামরাঙ্গীরচরে নকল প্রসাধনী তৈরি ও বাজারজাত করার অভিযোগ, গ্রেপ্তার ১

রাজধানীর কামরাঙ্গীরচরেই তৈরি হচ্ছিল জনসন অ্যান্ড জনসন ব্র্যান্ডের বেবি শ্যাম্পু, বেবি অয়েল, ভারতীয় কুমারিকা ব্র্যান্ডের হেয়ার অয়েল, ডাবর আমলা ব্র্যান্ডের হেয়ার অয়েলসহ দেশি-বিদেশি বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের নকল প্রসাধনী। তা পৌঁছে যাচ্ছিল ঢাকা শহরসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দেশি-বিদেশি ব্র্যান্ডের এসব নকল প্রসাধনী তৈরি ও বাজারজাত করার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার ওই ব্যক্তির নাম মো. মাহবুব রহমান।

আজ মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা লালবাগ বিভাগের অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, সোমবার রাতে কামরাঙ্গীরচর এলাকা থেকে বিপুল দেশি-বিদেশি ব্র্যান্ডের নকল প্রসাধনীসহ মাহবুবকে গ্রেফতার করা হয়।

বিভিন্ন ব্র্যান্ডের নকল প্রসাধনী উদ্ধার সম্পর্কে গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা বলেন, আমাদের কাছে তথ্য আসে যে, কামরাঙ্গীরচর এলাকায় নকল প্রসাধনী প্রস্তুত হচ্ছে ও তা দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে উদ্ধার করা হয় বিদেশি জনসন অ্যান্ড জনসন কোম্পানির শ্যাম্পু, জনসন বেবি শ্যাম্পু, জনসন বেবি অয়েল, ভারতীয় কুমারিকা ব্র্যান্ডের হেয়ার অয়েল, ডাবর আমলা ব্র্যান্ডের হেয়ার অয়েল, চীনের গুংঝু ইলি কোম্পানির এলোভেরা জেল, স্পেনের ওয়েলস ব্র্যান্ডের ক্যাসটোর অয়েল ও দেশীয় প্যারাসুট ব্র্যান্ডের বেলি ফুলের কোকোনাট হেয়ার অয়েল।

কামরাঙ্গীরচর থানায় মামলা করে গ্রেফতার মাহবুব রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Comments (0)
Add Comment