কাবুল বিমানবন্দর পরিচালনা করতে তালেবানের সঙ্গে সরাসরি আলোচনায় বসেছে তুরস্ক সরকার। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এ কথা জানিয়েছেন। নির্ধারিত সময়সীমার (৩১ আগস্ট) মধ্যে বিদেশি বাহিনী চলে যাওয়ার পর তুরষ্ক এ বিমান বন্দরের নিয়ন্ত্রণ চায়।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, তুর্কি কর্মকর্তারা তালেবানের সঙ্গে সাড়ে তিন ঘণ্টা আলোচনা করেছেন। বিমানবন্দরটি চালানোর জন্য তুরস্ককে উন্মুক্ত করে দিচ্ছে গোষ্ঠীটি। তবে নিরাপত্তার প্রধান দায়িত্বে থাকবে তালেবান। তিনি আরো বলেন, বিমানবন্দর পরিচালনার ব্যাপারে তালেবানের সঙ্গে কেবল আলোচনা হয়েছে। এর বাইরে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এখন প্রশ্ন হচ্ছে, কীভাবে কাবুল বিমানবন্দর পরিচালনা করা হবে এবং আফগানিস্তানের ভবিষ্যত নিরাপদ রাখা যায়। সামরিক জোট ন্যাটোর সদস্য তুরস্ক। সেটির অধীনে গত ২০ বছর ধরে আফগানিস্তানে ছিলেন দেশটির সেনাসদস্যরা। এখন অন্যান্য বিদেশি বাহিনীর সঙ্গে তারাও আফগান মাটি ছেড়ে চলে যাচ্ছেন।
সূত্র: বিবিসি।