কাবুল বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ১

কাবুল বিমানবন্দরে  বন্দুক হামলার ঘটনা ঘটেছে। সোমবার সকালে অজ্ঞাত এক বন্দুকধারী সেখানে হামলা চালায়। এ সময় দায়িত্বরত এক নিরাপত্তা সদস্য নিহত হন বলে জানা গেছে। জার্মান বাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

বিবিসি-র খবরেও বন্দুক হামলায় একজন নিহতের কথা বলা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

টুইটারে দেওয়া এক পোস্টে জার্মান বাহিনী জানিয়েছে, এয়ারাপোর্টের উত্তর পাশে ফটকে অজ্ঞাত বন্দুকধারীর সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আফগান গার্ড নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর পাশাপাশি আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরাও কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকে। তবে সোমবার যে ফটকে বন্দুক হামলার ঘটনা ঘটেছে সেটির নিরাপত্তার দায়িত্ব মার্কিন ও জার্মান বাহিনীর।

Comments (0)
Add Comment