পাহাড়ি ঢল ও বৃষ্টিতে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বাড়ছে। হ্রদে পানি বাড়ায় কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও বেড়েছে। বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
বিদ্যুত কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
কেন্দ্রের প্রকৌশলীরা জানান, এর আগে প্রায় সময় পানির সংকটে ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ওই বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট একসঙ্গে চালু করা যেত না। চলতি বছরের মে মাসের শেষের দিকে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হওয়ায় কাপ্তাই হ্রদে দ্রুত পানি বাড়ে। এর জেরে গত ৯ জুলাই থেকে ৫টি ইউনিটই চালু করা হয়।
কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, ‘রোববার রাত পর্যন্ত ৫ ইউনিটে সর্বোচ্চ ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে। ’
কাপ্তাই হ্রদে বর্তমানে পানি রয়েছে ৯৮ দশমিক ৭৮ ফুট বা এমএসএল (মীন সি লেভেল)। রুলকার্ভ অনুযায়ী, এ সময় হ্রদে পানি থাকার কথা ৮৭ দশমিক শূন্য ৪ ফুট। হ্রদে সর্বোচ্চ পানির ধারণক্ষমতা ১০৯ ফুট। তবে ১০৭ ফুট অতিক্রম করলেই বিপৎসীমা। তখন হ্রদ থেকে পানি নিস্কাশন করতে হয়।