কাজিপুরে মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় দুইটি মোটরসাইকেলের সংঘর্ষে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকালে উপজেলার বড়ইতলি বাসট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম মো. জীবন (২০)। তিনি উপজেলার আলমপুর পূর্বপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে ও কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের ছাত্র। আহতরা হলেন মেঘাই গ্রামের সোহেল রানা (৪২) ও আলমপুর এলাকার রেজাউল করিম (৪৫)।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, ‘বিকাল ৫টার দিকে মো. জীবন প্রাইভেট পড়াতে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মো. জীবনের মৃত্যু হয়। স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

-সিরাজগঞ্জ প্রতিনিধি