যুক্তরাজ্য আবারও করোনাভাইরাসের ভয়াবহ রূপ দেখছে। দেশটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার এ তথ্য জানায় যুক্তরাজ্য সরকার।
সরকার বলছে, মহামারি শুরুর পর থেকে শনিবার পর্যন্ত দেশটিতে করোনায় এক লাখ ৫০ হাজার ৫৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩১৩ জন। ইউরোপে করোনায় মৃত্যুর দিক দিয়ে যুক্তরাজ্যের চেয়ে এগিয়ে রয়েছে শুধু রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত তিন লাখ ১৫ হাজার ৮০০ জনের মৃত্যু হয়েছে। খবর এএফপির
গত সপ্তাহে যুক্তরাজ্যে সর্বোচ্চ দুই লাখের বেশি মানুষের করোনা সংক্রমণ শনাক্ত হয়। এরপর দৈনিক সংক্রমণ কিছুটা কমে আসে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় দেশটিতে এক লাখ ৪৬ হাজার ৩৯০ জন শনাক্ত হন।
দেশটিতে করোনার চলমান প্রকোপ সামলাতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। বিশাল সংখ্যক মানুষ প্রতিনিয়ত আক্রান্ত হওয়ায় স্বাস্থ্যকর্মী সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে গত শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয়, হাসপাতালে কর্মীদের সহায়তা করতে সেনা সদস্যদের পাঠানো হবে।