করোনা: মালয়েশিয়ায় আক্রান্ত ৯৬ শতাংশের বেশি সুস্থ

মালয়েশিয়ায় করোনাভাইরাস বা কোভিড-১৯ এ আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৯৬ শতাংশের বেশি সুস্থ হয়ে উঠেছে। মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এক টুইটে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার মালয়েশিয়ায় নতুন করে ১৬ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত ৯ হাজার ২৩৫ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত ১৬ জনের মধ্যে ১২ জনের দেহে স্থানীয়ভাবে সংক্রমণ হয়েছে। আর বাকি চারজন অন্যদেশ থেকে মালয়েশিয়ায় ঢুকেছে।

মন্ত্রণালয়ের টুইটে আরও বলা হয়েছে হয়েছে, মালয়েশিয়ায় এ পর্যন্ত শনাক্ত ৯ হাজার ২৩৫ জনের মধ্যে ৮ হাজার ৯২৫ জন রোগীই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছে। অর্থাৎ দেশটিতে করোনা আক্রান্তদের সেরে ওঠার হার ৯৬ দশমিক ৬৪ শতাংশ।

এদিকে মালয়েশিয়ায় বুধবার করোনায় আক্রান্ত কারো মৃত্যু হয়নি উল্লেখ দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২৫ জন। আক্রান্ত বিবেচনায় মৃতের হার ১ দশমিক ৩৫ শতাংশ।

বিশ্বজুড়ে করোনাভাইরাসের সর্বশেষ তথ্য সরবরাহকারী ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৮৫ জন। এদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

Comments (0)
Add Comment